কিন্তু আঘাতের পরে আসে সাফল্য। জাগাতের ভয়ে দুঃখ কষ্টের ভয়ে কাজ না করে হাত-পা গুটিয়ে বসে থাকে পরিণামে সে ভালো ফল থেকে হয় বঞ্চিত। তেমনি শুধু ভালো কেই গ্রহণ করতে হবে কিংবা মন্দকে আসতে দেওয়া যাবে না এমনটি মনে করা ঠিক নয়। কেননা মন দিয়ে মাপকাঠিতেই ভালোটা উপলব্ধি করা যায়। অন্ধকার না থাকলে যেমন আদর মহিমা বোঝা যায় না পাপ না করলে পুণ্যের গৌরা বোঝা যায় না তেমনি মন্দ না থাকলে ভালো কে চেনা যায় না। মন্দ জিনিসের মধ্যে থেকে ভালো জিনিস চিনে নিতে হয়। এ পৃথিবীতে কষ্ট ত্যাগ তিতিক্ষা ও অধ্যাবসায়ের মাধ্যমে সাফল্য অর্জন করতে হয়। ইপ্সিত লক্ষে পৌঁছাতে হলে কঠোর পরিশ্রম ও সহিষ্ণুতার সঙ্গে সংগ্রাম করতে হয়।
Like
Comment
Share