প্রাণ ভরে দৌড়াতে থাকে। দৌড় দৌড় দৌড়। ভালুকের সঙ্গে পাল্লায় হেঁটে উঠবে কেন? দুজন লাভ মেরে গাছে চড়ে বসে। সুমন বলে আমায় টেনে তোর সুজন। আমি তো আগেই বলেছি গাছে চড়তে জানিনা। ভালো কেন বলে। সুজন নি উত্তর। বরং আরো একধাপ উপরে উঠে নিরাপদ আশ্রয় নিশ্চিন্ত হয়ে বসে। সুমন কাতর গলায় বলতে চাই এই কি অঙ্গীকার ছিল সুজন। কিন্তু আর একটুকু সময় বয়ে দিলেন নিজেকে আর বাঁচাতে পারবে না সে। তার হঠাৎ মনে পড়ে মরা মানুষ ছই না ভালুক। সঙ্গে সঙ্গে মরার মত হাত পা ছড়িয়ে শুয়ে পড়ে সে।
Like
Comment
Share