ফুলেরই সৌন্দর্য উপভোগ করে যেমন ভ্রমর মৌমাছি প্রজাপতি তেমনে সৌন্দর্য পিপাসু মানুষের মন ফুলের সৌন্দর্যমুক্ত হয় তার সৌরভ এ মন উজ্জল হয় মৌমাছি তার মধু পান করে পরিতৃপ্তি হয় ফুল আবার কালক্রমে পরিণত হয় ফলে সেই ফল আমাদের করে পরিতৃপ্ত হয় মানুষ ফুল দেবতার চরণে নিবেদিত হয় আমরা প্রিয়জনকে ফুল উপহার দেই শ্রদ্ধা ও স্বাগত জানাতে শহীদ মিনারের স্মৃতিসৌধে ফুল দেয় ফুল দিয়ে কাউকে যেমন গরম করি আবার বিদায় ও চির বিজয়ের তাই দেখা যায় আমাদের জীবনে নানা রূপ আবেগ অনুভূতিতে ফুল জড়িয়ে আছে।
Like
Comment
Share