বর্তমান শিশুদের বাল্যকালটা বড় একপিসে যান্ত্রিক এক ঘরেই যেটাতে আমাদের সময় শাস্তি হিসেবে পেতে হতো অথচ আজ সেটাকে ক্যারিয়ার গড়ার মাধ্যম ব্যবহার হয় ছোট থেকেই শিশুদেরকে বই কম্পিউটার স্মার্টফোন আর কোচিং এর মধ্যে বন্দি করে ফেলা হয় এরা সেই গোল্লা ছুটির মজা বুঝবে না বুঝবে না দুই টাকার ঝাল মুড়ি নিয়ে কাড়াকাড়ি করে জামাই দা পড়ানো সেই ঝগড়ার স্বাদ মায়ের বকুলের ভাই বন্ধুর বাড়ি থেকে জামা ধুয়ে আনা সেই স্মৃতির দাগ বুঝবে না এরা
Like
Comment
Share