প্রায়োরিটি দেওয়ার নামে সবচেয়ে কাছের মানুষকেই মানুষ প্রায়োরিটি দিতে পারেনা।
মানুষ চায়, তার কাছের মানুষটি কুকুর হোক। প্রভুভক্তি নিয়ে পায়ের কাছে হাটু গেড়ে বসে থাকুক অনন্তকাল। মানুষ; তার প্রিয় মানুষের ব্যক্তিগত পৃথিবীর আয়তন ছোট করে দিতে চায়। যে আয়তনে সে তার নিজেকে ছাড়া অন্য কিছুর জন্যই আর স্পেস রাখেনা।

ভালোবাসা ব্যপারটা আসলে উদারতা নয়; এটা একটা সীমাবদ্ধতা। একটা শেকল। একটা বন্ধন।

সবচেয়ে কাছের মানুষের জন্য প্রয়োজনে জীবন দেওয়া যায়; অথচ তাকে পুরোপুরি স্বাধীনতা দেওয়া যায়না।