আসলে মানুষের কত ক'ষ্ট তাই না? আমি একটু আগে স্টোরি দেখার জন্য ক্লিক করলাম। নিজের স্টোরি দিয়েই শুরু, পরে একের পর এক জনের স্টোরি চোখের সামনে আসতে লাগলো। আমি স্কিপ করলাম না। টানা অর্ধশতাধিক স্টোরি দেখে ফেললাম!

মানুষের কতো ক'ষ্ট, বে'দনা। মানুষের আসলে কতগুলো না বলা কথা থাকে! যেগুলোর কিছু অংশ স্টোরিতে সে শেয়ার করে। মানুষ অনেক সময় তার ক'ষ্টগুলো শেয়ার করার মানুষ খুজে পায়না বলে স্টোরিতে শোয়ার করে।যতগুলো স্টোরি দেখলাম তার বেশিরভাগই স্যাড।

ক'ষ্ট! ক'ষ্টি পাথর দিয়েও কি তা লা'ঘব করা যায়? তবে নিম'গ্ন হয়ে একা একা কোনো ,বিকেলের প্রা'ন্তরে ক'ষ্টগুলো ভেবে ভেবে চোখের থেকে নো'নতা জল ফেলানো বোধহয় সবাই পারে না,,,। সবাই হয়তো ক'ষ্টের কথাগুলো নিজের মাঝেই লুকিয়ে রাখতে পারে না। পারে না।মোম কতবার নিভু নিভু হয়ে আবার জ্বলে ওঠে, ওভাবেই ও শেষ হয়ে যায়। আমার হয়েছে এমন। কোনদিন না এভাবেই শে:ষ হয়ে যাই। অবশ্য ওভাবে শে'ষ হওয়ার আমার কোনো ইন'টেনশন নেই!