কিছু জিনিষ নিয়ে কোন রকম তর্ক বিতর্কে যেতে ভালো লাগে না, কিছু আবেগের সাথে কোনকিছুর তুলনাও হয় না। “আমার সোনার বাংলা” আমার কাছে আমার আবেগের নাম, শৈশবে স্কুলে পা রাখার পরের প্রথম মধুর ক্ষণের স্মৃতির নাম । এখনও চোখ বন্ধ করলে এসেম্বলির সময়ে স্কুল ড্রেস পরা সারি সারি লাইন করে সমস্ত স্কুল দাঁড়িয়ে সম্মেলিত কন্ঠে জাতীয় সংগীত গাওয়ার সেই অমূল্য স্মৃতি আমার কাছে জীবনের সবচাইতে মূল্যবান। এই সংগীত কে লিখেছেন, কেন লিখেছেন,দেশের পুরো নাম কেন নেই এতসব প্রশ্ন আমার অমূল্য স্মৃতির কাছে ভীষণ তুচ্ছ।
বুকে হাত দিয়ে বলুল তো এই ভিডিওটা দেখে আপনার চোখে পানি আসে নাই ? গলায় গিট্টু বেঁধে ডুকরে উঠেন নাই? দেশের প্রতি দশের প্রতি মমত্ব অনুভব করেন নাই ? করেছেন আমি জানি । আর যদি না করে থাকেন আপনাকে আমার কিছু বলার নাই ।

ধন্যবাদ স্টালওয়ার্ট কে এমন অসাধারণ একটা ভিডিও বানিয়ে আমার মত সাধারণ মানুষকে আবারো সেই শৈশবের অসাধারণ এবং অমূল্য স্মৃতিতে কিছুক্ষণের জন্য ভাসিয়ে দেবার জন্য॥
😊😊