কাল সকালে আমি একটি ভালো শিকার ধরে নেব পরের দিন সকালে বাজ নতুন শিকারের জন্য বেরিয়ে পড়ে কিন্তু আজও কোনো স্বীকার ওই বাজ খুঁজে পাইনি অনেকটা সময় পার হয়ে যায় কিন্তু এখনো পর্যন্ত বাজ কোন শিকার পাইনি তাই পুনরায় বাজ সেই জঙ্গলে চলে যায় যে জঙ্গলে সে আগে শিকার পেয়েছিল কিন্তু আজ ওই জঙ্গলে কোন শিকার পায়নি আর এভাবে যখন সন্ধ্যা হয়ে যায় তখন নিরাশ হয়ে বাজ ফিরে চলে আসে আর রাস্তার ওই গাছের উপরে এসে বসে পড়ে আর ভাবে আজও হয়তো পুনরায় কোন একটি অসুস্থ পাখি আমি পেয়ে যাব কিন্তু প্রতিবার ভাগ্য সঙ্গ দেয় না সবশেষে ওই বাজ ক্লান্ত হয়ে নিজের বাসাতে ফিরে যায় আর খালি পেটেই বসাতে শুয়ে পড়ে আর রাতে ভয়ানক ঝড় চলে আসে আর এই ঝড় এত বেশি ছিল যে বাজপাখির বাসাটা গাছ থেকে নিয়ে গিয়ে অন্য জায়গায় ফেলে দেয় আর বাজপাখি টা অন্য জায়গায় গিয়ে পড়ে সেখানে ওই বাজে পায়ে আঘাত লাগে ঝড় থেমে যাওয়ার পরে বৃষ্টি শুরু হয়ে যায় বাজ কোন রকম ভাবে গাছের নিচে লুকিয়ে বসে থাকে অনেক কষ্টের সঙ্গে সে রাত পার করে আর যখন সকাল হয় বৃষ্টিটা থেমে যায় বৃষ্টি বন্ধ হবার পরেই চারিদিকে খুশি ছড়িয়ে পড়ে নদী এবং ঝরনা পুনরায় বয়ে চলা শুরু করে সবকিছু আগের মত হয়ে যায় কিন্তু এই বাজ এখন আর আগের মত নেই কারণ বাজে পায়ে আঘাত লেগে ক্ষত হয়ে গেছে আর আপনারা জানেন বাজ পায়ে করেই তার শিকার করে থাকে আর এখন যেহেতু এই বাজপাখির পায়ে আঘাত লেগেছে তাই আগামী