এখন সারাদিন আকাশে উড়তে থাকে আর এভাবে আকাশে উড়তে গিয়ে সন্ধ্যে হয়ে যায় তখন ওই বাজপাখি টা ভাবে আমার তো থাকার জন্য একটি জায়গার প্রয়োজন আমার নিজের একটি ঘর থাকা দরকার যেখানে আমি রাতে বিশ্রাম করতে পারব আর এটা ভেবেই ওই বাজপাখি কিছু ছোট ডালের টুকরো জোগাড় করে একটি উঁচু গাছে নিজের বাসা তৈরি করে আর রাতে ওই বাসাতে গিয়ে ঘুমিয়ে পড়ে আর চিন্তা করে যে সকালে ঘুম থেকে উঠেই শিকার করে নেব আর বাকি সম্পূর্ণ দিন আনন্দের সঙ্গে কাটাবো সকাল হবার পরেই বাজ শিকারের খোঁজে বেরিয়ে পড়ে আকাশে গিয়ে দেখার চেষ্টা করে যে কোন শিকার দেখা যায় কিনা কিন্তু কোন রকমের শিকার সে দেখতে পায়নি অনেকটা সময় পার হয়ে যায় এই শিকার খুঁজতে গিয়ে কিন্তু সে এখনো কোনো স্বীকার খুজে পায়নি এরপরে ওই বাজ পাশে থাকে একটি জঙ্গলের দিকে চলে যায় এটা ভেবে যে হতে পারে এই জঙ্গলের মধ্যে আমার জন্য ভালো কোন স্বীকার অপেক্ষা করছে জঙ্গলের উপর থেকে কিছুক্ষণ স্বীকার খোঁজার চেষ্টা করে কিন্তু এই বাজ সেখানেও কোন রকমের শিকার খুঁজে পায়নি এদিকে সন্ধের সময় চলে আসে আর নিরাশ হয়ে ওই বাজ নিজের বাসার দিকে ফিরে আসে আর রাস্তাতে ক্লান্ত হয়ে একটি গাছের উপরে বসে পড়ে আর যখন ওই বাজ ওই গাছের উপরে বসে ছিল তখন সে একটি অসুস্থ পাখি দেখতে পাই যে পাখিটা আঘাত লেগেছে বাজ দ্র