8. আইনগত পরিবেশ বলতে কী বুঝ? (What is meant by legal environment?)
উত্তর: দেশে ব্যবসায় বাণিজ্য পরিচালনার ক্ষেত্রে সরকারি যেসব আইনগত বিধি-বিধান পালন করতে হয় সেগুলোর সমষ্টিকে আইনগত পরিবেশ বলা হয়।
৫. জনসংখ্যা কোন ধরনের পরিবেশের উপাদান?
উত্তর: সামাজিক পরিবেশ।
৬. দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি কোন ধরনের পরিবেশের মধ্যে পড়ে?
উত্তর: রাজনৈতিক পরিবেশ।
ব্যবসায় পরিবেশের উপাদানসমূহ কী কী?
৭. উত্তর: ব্যবসায় পরিবেশের উপাদানসমূহ হলো: i. প্রাকৃতিক পরিবেশ, ii. অর্থনৈতিক পরিবেশ, iii. সামাজিক- সাংস্কৃতিক পরিবেশ, iv. রাজনৈতিক পরিবেশ v. প্রযুক্তি ও কারিগরি পরিবেশ, vi. আইনগত পরিবেশ।
প্রাকৃতিক বা ভৌগোলিক পরিবেশ কী?
৮. উত্তর: প্রকৃতি থেকে প্রাপ্ত প্রাকৃতিক বা ভৌগোলিক উপাদানের সমন্বয়ে যে পরিবেশের সৃষ্টি হয় তাকে প্রাকৃতিক
বা ভৌগোলিক পরিবেশ বলে।'
সামাজিক ও সাংস্কৃতিক পরিবেশ কী?
৯. উত্তর: কোন নির্দিষ্ট এলাকায় বসবাসকারী জনগণের কৃষ্টি-সংস্কৃতি, ধর্মীয় বিশ্বাস, মূল্যবোধ, শিক্ষা, আচার-আচরণ, নৈতিকতা ইত্যাদির উপর নির্ভর করে যে পরিবেশের সৃষ্টি হয় তাকে সামাজিক-সাংস্কৃতিক
পরিবেশ বলে।
১০ . রাজনৈতিক পরিবেশ কাকে বলে?
উত্তর: একটি দেশে বিরাজমান রাজনৈতিক অবস্থা, সরকারি নীতি, আইনশৃঙ্খলা পরিস্থিতি ইতদর উপর নির্ভর করে যে পরিবেশের সৃষ্টি হয় তাকে রাজনৈতিক পরিবেশ বলে।
১১ প্রযুক্তি ও কারিগরি পরিবেশ কাকে বলে?
. উত্তর: উন্নত প্রযুক্তি ও কারিগরি জ্ঞানের ব্যবহার, উৎপাদনশীলতা বৃদ্ধি করে উৎপাদিত পণ্যের পরিমাণ ও মান উন্নয়নে যে পরিবেশ ভূমিকা রাখে তাকে প্রযুক্তি ও কারিগরি পরিবেশ বলে।
বাহ্যিক পরিবেশ কী?
১২. উত্তর: পরিবেশের যেসব উপাদান প্রতিষ্ঠানের বাইরে থেকে ব্যবসায়ের উপর প্রভাব বিস্তার করে তাকে বাহ্যিক পরিবেশ বলে।
১৩. গ্রাহক বা ক্রেতা কে?
উত্তর: একটি প্রতিষ্ঠানের উৎপাদিত পণ্যদ্রব্য বা সেবা যেসব ব্যক্তি বা প্রতিষ্ঠান অর্থের বিনিময়ে সংগ্রহ করে তাদেরকে গ্রাহক বা ক্রেতা বলা হয়।
১৪. সরবরাহকারী কে?
উত্তর: একটি প্রতিষ্ঠান অন্য কোন প্রতিষ্ঠানকে সম্পদাদি সরবরাহ করলে তাকে সরবরাহকারী বলা হয়।
১৫. আন্তর্জাতিক পরিবেশ কাকে বলে?
উত্তর: যে পরিবেশ একটি দেশের ব্যবসায় প্রতিষ্ঠানসমূহ অন্য দেশের ব্যবসায়ী কর্মকাণ্ড দ্বারা প্রভাবিত হয় তাল আন্তর্জাতিক পরিবেশ বলে।
Kader 11
Delete Comment
Are you sure that you want to delete this comment ?
JHuma771
Delete Comment
Are you sure that you want to delete this comment ?
Sadia Akter
Delete Comment
Are you sure that you want to delete this comment ?