প্রতিটি দিনেই আমার কাছে নতুন সম্ভাবনাময় এবং জীবন গঠনে নতুন তত্ত্বায় জেগে ওঠার আহ্বান তবে আজকের দিনটি ছিল অন্যান্য দিনের চেয়েও ভিন্ন স্বাগত জানিয়েছি ১৪২৪ পর কাব্যে নতুন বছরের প্রথম দিনের প্রথম ভারতে বছর ঘন্টা বেজেছে মনের দুয়ারে নব জীবনের নবজীবনের বারোটা হাতে নববর্ষ এসেছি আমাদের দ্বারে চলো পরম করি তারে নবপ্রভাতের বন্দনা দিতে অমলিন প্রেম স্বাস্থ্য ভালোবাসা যতটুকু আছে হৃদয়ে বিলিয়ে উদার প্রাণে সকলের তরে বাংলাদেশের বিশ্ব মাঝে দ্বীনের পরিকল্পনা করতে গিয়ে গতরাতে আর ভালো ঘুম হয়নি পূর্বের পরিকল্পনা অনুযায়ী ভাষার পরিকল্পনার সঙ্গে আমার পরিকল্পনা ছিল সম্পূর্ণ ভিন্ন অবশ্য বাবা-মা ভাই-বোন একসঙ্গে দুপুরের খাবার খাব এই ছিল পরিকল্পনা আমি আমার দিনরীতিতে সেটি যোগ করতে পেরেছিলেন কিন্তু বাবাকে জানিয়েছিলাম কলেজের অনুষ্ঠানের কথা