জীবন হচ্ছে জাগ্রত মুহূর্তের কতগুলো অনুভূতির সমষ্টি দিন আসে দিন যায় মাস পেরিয়ে একসময় বছরেও কেটে যায় স্মৃতি বিজড়িটির দোলায় জীবনে থেমে থাকে না সুখ-দুঃখকে বয়ে নিয়ে সে উঠিয়ে চলে এরাই মাঝে ইস্কুল জীবন কাটিয়ে কলেজ জীবনে পদার্পণ করেছি আর ছিল আমার কলেজ জীবনের প্রথম দিন জীবনের এক স্মরণীয় দিন গত হচ্ছে আজ এই দিনটিকে জীবনের খাতায় ওবিস্মরণীয় করে রাখতেই আমার বিস্তৃতভাবে তা দিনলিপিতে বন্দী করতে চাই সকাল থেকেই চঞ্চল মন আমাকে বারে বারে অস্থির করে তুলেছিল কোনভাবেই মনকে স্থির করতে পারছিলাম না কিছুটা কৌতুহল স্কুল ড্রিংক গিয়ে কলেজে পড়ার অনুভূতি নতুন অপরিচিত হওয়ার অভিজ্ঞতা পাকিয়ে গিয়েছিল হয়ে যাচ্ছিল বারবার মনকে স্থির করার চেষ্টা করেও কোন লাভ হয়নি সেদিন রাতে ভালো ঘুম হয়নি বলে সকালের নাস্তা খেতে মন চাচ্ছিল না