২০০৬ সালে এসএসসি পরীক্ষা চলার সময় আমার কয়েকজন সহপাঠীকে যখন বললাম আমি ইন্টারমিডিয়েটে যদি কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে পড়তে না পারি তাহলে পড়াশোনা ছেড়ে দেব তখন তারা অনেকটা অবজ্ঞার ছলে জিজ্ঞাস করল কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে যাস না পেলে অন্য কলেজে পড়বি না আমি বললাম না পড়বো না তখন তারা হাসাহাসি করতে লাগলো জিজ্ঞেস করল চান্স না পেলে কি করবি আমি বললাম বিদেশে চলে যাব করলে পড়ার মতো করতেই চাই কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে ইন্টারমিডিয়েটে পড়া আমার স্বপ্ন তখন তারা তুচ্ছ তা ইচ্ছে চলে বলল দেখব দেখব তোর কথা থাকে কিনা তখন আমি পরীক্ষায় ভালো রেজাল্টের জন্য অনেক পরিশ্রম করতাম।