প্রতীক ও সংকেতের মধ্যে দুটি পার্থক্য নিম্নরূপ :

প্রতীক
১. কোন মৌলের পূর্ণ মের সংক্ষিপ্ত রূপকে প্রতীক বলে।
২. প্রতীক মৌলের নাম প্রকাশ করে।

সংকেত
১. মৌলিক বা যৌগিক পদার্থের অণু প্রতীকের সাহায্যে যেভাবে প্রকাশ করা হয় তাকে সংকেত বলে।
২. সংকেত মৌল বা যৌগের নাম প্রকাশ করে।