মা মামার মেয়ে মা বাবার স্বপ্ন উঁচু লেভেলে পড়াশোনা করাবে তার মেয়েকে
আমি যখন হলাম আমার মা-বাবার একটাই ইচ্ছা আমার একটা মেয়ে হোক আদর যত্ন তেএকটু একটু করে আমাকে বড় করে তুলো একদিন মা বাবা আমাকে স্কুলে ভর্তি করে দিলো ক্লাস ওয়ানে মা বাবা বাড়িতে এসে বলছে যে আমার মেয়েটা কত বড় হয়ে গিয়েছে এই করতে করতে ওয়ান গেল তো গেল ফিরে গেল ভোর গেল ফাইভ গেল তার পর
তারপর আমাকে হাই স্কুলে ভর্তি করে দিল ক্লাস সিক্সে স্কুলে গেলাম পড়াশোনা ভালোই চলছেলো আমি পড়াশোনা একটু ভালোই পারতাম কোনদিনও স্কুল মিস করতাম না এই জিনিস কোন মিস করলে মনে হয় আমি পড়া পিছিয়ে যাব তাই স্কুলে মিস করতাম না তারপর সেভেনে উঠলাম এইটে উঠলাম নাইনে উঠলাম পড়াশোনা তাও ভালই চলছিলো একদিন পড়াশোনা করতে করতে ট্রেনে উঠে গেলাম ট্রেনে পরীক্ষা দেব তখন আমার মা বাবা আমার বিয়ে ঠিক করে ফেলে
যে হতো মা বাবা আদরের কান্না তাই মা বাবাও চাই যে ভালো পাত্র পেলে মেয়েকে বিয়ে দিয়ে দেবো তাই আমিও না করিনি মা বাবা ভালই চাই কেউ কারো মা-বাবা খারাপ চাই না