আমি মিম

আমার জীবনের একটা মানুষকে আমি খুব ভালবাসতাম

আমার জীবনের একটা মানুষকে আমি খুব ভালোবাসি তাকে ছাড়া আমি বাঁচবো না

 

জীবনে ইম্পরট্যান্ট একটা জিনিস ভালোবাসা, ভালোবাসা না থাকলে মনে হয় না আমি বেঁচে আছি

 

আমি যখন কলেজে যেতাম তখন একটা ছেলে আমার দিকে খালি ডাকাত একদিন যেতে যেতে ছেলেটা আমাকে ডাক দেয় এই শোনো তখন আমি যাইতাম না তারপরে ২-৩ দিন এভাবে ডাকে তারপরে একদিন আমি গেলাম তখন ওই ছেলেটা আমার 

নাম জিজ্ঞাসা করছে যে তোমার নাম কি আমি বললাম আমার নাম মিম কেনো কি হয়েছে ছেলেটা তখন বলে আমাকে তোমার ভালো লাগে তখন আমি স্মরণে বলতে পারিনি ছেলেটা খুবই সুন্দর ভালোই ভদ্র টাইপের সুন্দর কিছু বলার সাহস পায়নি তার পর আরো দেখতে পাইনি পাঁচ ছয় দিন তখন একদিন স্কুল থেকে বাসায় এসে কেমন জানি লাগছে তারপর আবার পরের দিন স্কুলে গেলাম দেখি ওই ছেলেটাকে

 

সেদিন আবার আমাকে ডাকলো তখন আমি গেলাম আমাকে আবার বলে আমাকে তোমার ভালো লাগে তখন তাও সাহস পাই বলার আমাকে একটা চিঠি দেয় চিঠিটা বাড়িতে নিয়ে আসলাম তারপর গোসলেশন করে খাওয়া-দাওয়া করে ফ্রেশ হয়ে গেলাম 

এখন আমি চিঠিটা খুলে দেখবো কি লেখা আছে সেই ছেলেটা লিখতে যে আমি তোমাকে খুব ভালোবাসি কালকে আমাকে চিঠি লিখে পাঠিয়ে দিও আমি একটু ভাবলাম দেবে তারপর আমি একটা চিঠি লিখতে লাগলাম চিঠিতে লিখলাম যে তোমাকে ভালোবাসি বলার সাহস পাই না I love you,


Pria Begum

8 Blog posts

Comments