আদা গাছ

প্রকৃতির সৌন্দর্য গাছপালা

প্রকৃতির সৌন্দর্য গাছপালা 

 

যেমন এটা হচ্ছে যে আদা গাছ আমি বাসায় আদা গাছ তৈরি করেছি দাদা তৈরি করতে বেশি উপকরণ লাগেনা যেমন আদা আগে মাটির ভিতর দুই তিন দিন রাখবেন তারপর বস্তাতে মাটি ভরবেন তারপর বস্তা কানা করে মাঝে মাঝে এক টুকরা করে বিয়ে করবেন তাহলে গাছ বেরোবে

 

আমি বাসায় অন্য গাছের ছলেও লাগাই যেমন আলু টমেটো বেগুন এসব লাগে আমার বাসাতে তেমন জায়গা নাই তাই আমি ছাদের উপর লাগাইছি এটি একই উপকরণ দিয়ে লাগিয়েছি প্রত্যেকদিন সকালে পানি আর বিকেলে পানি দিয়ে আপনারা গাছ যদি লাগিয়ে থাকেন তাহলে গাছের যত্ন নিয়ে আর বড় হলে সামান্য চারপাশ দিয়ে না ছাড়া গাছ অত ভালো লাগেনা সার পাওয়া যায়নি গাছ একটু মোটা হয় ভালো লাগে ফল ফুল ধরে 

 

আজকে আমি মাছ রান্না করেছি ফুলকপি আলু বাগুন দিয়ে মুলো দিয়ে রান্না করছি ওকে খুব মজা হয়েছে টাটকা টাটকা মাছ খেতে ভালোই লাগে বাসায় বাজার এনে কুটে বসে ফ্রিজে থুইলাম আমি বেশি মাছ কেনা যায় না কারণ ফ্রিজে খুলে

 

আমার মাছটা রান্না করলে আদা অত লাগে না মাংস রান্না করলে আদা লাগে তাও সামান্য আদাল না দিলে ভালো লাগে না আমি যখন মাংস রান্না করি তখন একটু রসুন বাটা দেবো আদা দেবো জিরা বাটা দেবো ঝালের গুড়া দেবোগুঁড়ো দেবো গরম মসলা এই আর কি

 

 

 


Pria Begum

8 Blog posts

Comments