চাঁদের আলোর উৎস

চাঁদের নিজস্ব কোনো আলো নেই । সূর্যের আলোর প্রতিফলনের ফলে আমরা চাঁদকে দেখতে পাই

"আয় আয় চাঁদ মামা টিপ দিয়ে যা "-এই লাইনটা আমাদের ভীষণ পরিচিত । ছোট বেলায় কত যে শুনেছি লাইনটা । রাতের আকাশের আলো ছড়িয়ে থাকে চাঁদ মামা । দেখতে ভারী সুন্দর । আমাদের মনে প্রশ্ন জাগতেই পারে এতো সুন্দর আলো নিশ্চয়ই চাঁদের নিজস্ব ? কিন্তু না , চাঁদের নিজস্ব কোনো আলো নেই । 

 

চাঁদ পৃথিবীর একমাত্র প্রাকৃতিক উপগ্রহ এবং সৌর জগতের পঞ্চম বৃহত্তম উপগ্রহ । এক পূর্ণিমা থেকে আরেক পূর্ণিমা হতে বা এক অমাবস্যা থেকে আরেক অমাবস্যা হতে সময় লাগে সাড়ে উনত্রিশ দিন । ৩০ তম দিনে আমরা পূর্ণিমা এবং অমাবস্যা দেখতে পাই ।

 

চাঁদের নিজের আলো নেই। সূর্যের আলো চাঁদের গায়ে প্রতিফলিত হয়ে আমাদের চোখে যখন আসে তখন আমরা চাঁদকে দেখতে পাই। সূর্যের আলোর মতো, চাঁদের আলো শরীরকে ভিটামিন ডি , মেজাজ বৃদ্ধিকারী এন্ডোরফিন এবং নাইট্রিক অক্সাইড সরবরাহ করে যা রক্তচাপ কমাতে সাহায্য করতে পারে । এছাড়াও সমুদ্রে যে জোয়ার ভাটা হয় তা চাঁদ এবং সূর্যের আকর্ষণ বিকর্ষনের জন্য । চাঁদ যদি না থাকে তাহলে সমুদ্রে জোয়ার ভাটা হবে না ।


Hoimonti Shukla

137 Blog posts

Comments