বিপদ_জনক_সিনিয়র_আপু

writer_দুষ্টু_ছেলে_আলাউদ্দিন
#part_1
#collected
??? ঈদের বিশেষ নাটক ???
:-আমাকে জড়িয়ে ধরো? (ইশা)
::
:-কিহ্হ্হ্,,,,, ?? (আমি)

writer_দুষ্টু_ছেলে_আলাউদ্দিন

#part_1

#collected

??? ঈদের বিশেষ নাটক ???

:-আমাকে জড়িয়ে ধরো? (ইশা)

::

:-কিহ্হ্হ্,,,,, ?? (আমি)

::

:-এভাবে আঁ করে তাঁকিয়ে আছো কেন? জড়িয়ে ধরতে বলছি,, ! ধরো বলছি? ? (কিছুটা রেগে)

::

:-কি বলছো তুমি!!

(এটি নতুন কিছু না!! প্রায়ই এরকম জড়িয়ে ধরতে বলে,,,কিস করতে বলে,,,,চিৎকার করে ভালোবাসি বলতে বলে!! তাও আবার অনেক মানুষের সামনে এগুলো করতে বলে)

::

:-জড়িয়ে ধরতে বলছি কিন্তু!! ?

:-এই বাজারের মধ্যে!! ?

:-বাজার না! ওকে চলো? ?

:-কোথায় যাবো আবার?

:-কোন কথা বলবে না!! একদম চুপ করে থাকবা!!

::

:-এই রিকশা! (একটি রিকশা ডাঁক দিলো)

:-ওহো,,,তুমি বাসায় যাবা!! (আমি)

:-ঔই তোকে কথা বলতে বারণ করছি না!! ? (খুব রেগে আছে)

:::::

(কি হলো আজ আবার!! দেখা করতে বলে এভাবে ঝাড়তেছে!!

খুব রেগে আছে যার জন্য তুই করে বলতেছে,,,কিন্তু রাগার কারণই তো বুঝলাম না!!

::

গার্লফ্রেন্ড থাকলেও সমস্যা আর না থাকলেও সমস্যা!! শুধু পেরা দেয়!!

আর আমার গার্লফ্রেন্ড তো,, মাশাআল্লাহ!! আমাকে সর্বদা দৌড়ের উপর রাখে!! সিনিয়র বলে বলে শাসন করে!!

সিনিয়র বলে কিছু বলতেও পারি না)

:::

:::

:-রিকশায় ওঠো!! (আমাকে উঠতে বললো)

:-.....(কিছু না বলে উঠে বসলাম,,কারণ যে পরিমান রেগে আছে)

::

(রিকাশায় করে সোজা পার্কে আসলো! বিকাল টাইম লোকজন একটু বেশিই!!

পার্কের পুকুরের পাড়ে গিয়ে দাঁড়ানোর পর,,,,,

::

:-নেও,,,এটা বাজার না!! এখন জড়িয়ে ধরো!! (ইশা)

::

:-!.............(দেখছেন কেমন!! বাজারে জড়িয়ে ধরিনি বলে,,,পার্কে নিয়ে আসলো তাকে জড়িয়ে ধরার জন্য)

:-কি হলো কথা বলছো না কেন? ?

:-...........(কিছু না বলে আশেপাশে তাঁকালাম! অনেক মানুষ!! কিন্তু এখানে সবাই প্রেমই করতেছে)

:-ঔই আশেপাশে তাকাচ্ছো কেন? জড়িয়ে ধরতে বলছি না!! (রেগে আমার কাছে তেঁড়ে আসলো)

:-এই এই ধরছি তো রাগ করো কেন? (আমি)

:-ওকে,,,ধরো!!

:-এই আমার না লজ্জা করছে!! ? (আমি)

:-তোর লজ্জার গুষ্টি কিলাই!! ?? (খুব জোরে রেগে বললো)

:-ওও আল্লাহ! আমারে বাঁচাও!! ? (খুব জোরে বলাতে ভয় পাইছি)

:-ঔ বাঁচাও মানে!! তোকে কি মেরে ফেলছি!! ?

:-ভয় পাইছি তো!!

:-তোর আমি কি যে করবো ??? (দাঁত কিরিমিরি করে)

:-তুমি আজ এমন করছো কেন? কি করেছি? (ভয়ের সুরে)

:-এমন করছি কেন,,না? ঔইে বল!! আমাদের রিলেশন কত বছরের? (রেগে বললো)

:- কেন? ৩ বছরের!! (আমি)

:-ঔই তুই এই ৩ বছরে আমাকে একবারও জড়িয়ে বা স্পর্শ করেছিস? ??

:-নাহ্হ্,,,,লজ্জা লাগে তো!!

:-তোর লজ্জা তোর কাছেই রাখ!! বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডকে কতো আদর করে!!

আর আল্লাহ,,আমার কপালে এই বলদ পাঠিয়েছে,,যে কিনা ৩ বছরের রিলেশনে আমাকে একবারও ছুঁয়ে দেখলো না!!

:-তুমি ভুল বলছো!! আমি তোমাকে জড়িয়ে ধরেছি!!

:-কিহ্হ্,,,জড়িয়ে ধরেছিস! কবে ধরেছিস বল?

:-আমি তোমাকে স্বপ্নে জড়িয়ে ধরলাম!! মরে নেই!!

:-আল্লাহ গো!! এই হাবলার হাত থেকে বাঁচাও!! তুমি কাকে আমার কপালে দিয়েছো! (রাগে কপাল চাপড়াতে থাকলো)

:::

(আসলে আমি অনেক বোকা!! সকলে এটাই বলে,,,,আর আমাদের এই ৩ বছরের রিলেশনে আমি একবারও ইশাকে ছুঁয় নি!! কি করবো বলেন!! লজ্জা করে আমার!!

এর জন্য প্রত্যেক দিন ইশা আমাকে বকে,,,আমার উপর অনেক রাগ করে)

::

:-কপাল চাপড়াচ্ছো কেন? ব্যাথা পাবে তো? (আমি)

:-ঔই আবাল!! তুই আমাকে আজ জড়িয়ে ধরবি কিনা তাই বল? ? (আমার কলার ধরে বললো)

:-ছি্,,,বয়ফ্রেন্ডকে কেও এগুলো বলে!! (আমি)

:-ঔ তুই ধরবি কিনা তাই বল? (কলার আরো শক্ত করে ধরলো)

:-হুমম,,,ধরবো ধরবো!!

:-হুমম,,ধর!!

:-একটা শর্ত আছে?

:-কি শর্ত!!

:-তোমার চোখ বন্ধ করতে হবে?

:-কেন? চোখ বন্ধ করবো কেন?

:-কারণ,,তোমার চোখের দিকে তাকালে আমার লজ্জা করে!!

:-ওহো,,,বুঝছি!! আমি চোখ বন্ধ করবো আর তুই পোলাবি!!

:-আরে নাহ্,,,পোলাবো কেন? আমি তা করতে পারি!!

:-তাই না,,,এর আগে কয়বার আমার চোখ বন্ধ করে পালিয়েছিস!!

:-তিন বার!

:-লজ্জা করে না!! আবার বলিস তিনবার!!

:-লজ্জা করবে কেন? সত্য বলতে!!

:-আমি চোখ বন্ধ করবো না! তুই পোলাবি?

:-সত্যি পোলাবো না!!

:-সত্যি তো!!

:-হুমমম,,,তিন সত্য!!

:-হুমমম,,,এই যে চোখ বন্ধ করলাম!! এখন জড়িয়ে ধরো!!

:-হুমমম!!

::

::

কিছুক্ষণ পর,,,

:-কি হলো ধরো?

:-ধরছি তো!! চুপ করো তুমি!!

:-আর কতোক্ষণ চোখ বন্ধ করে রাখবো!! ধরো বলছি!!

:-আরে বাবা,,ধরছি ধরছি,,,,

:::

:::

আরো কিছুক্ষণ পর,,,,

:-খ্যাক,,, খ্যাক,,,খ্যাক,,,ঠাসসসসস (আরে ভাই কেও মারে নাই)

(মাটিতে কাঁসতে কাঁসতে ঠাসস করে পড়ে গেলাম)


Md bablu

26 Blog posts

Comments