সিনিয়র_খালাত_বোন_যখন_বউ

বের করে ফোন দিলাম ইশিতাকে,
জানু কই তুমি, আমি তো রুমে, ও আচ্ছা খেয়ে নাও, ইশিতা রুমে হলে এ কে আবার, মনে হয় চোখের ভ্র??

বের করে ফোন দিলাম ইশিতাকে,

জানু কই তুমি, আমি তো রুমে, ও আচ্ছা খেয়ে নাও, ইশিতা রুমে হলে এ কে আবার, মনে হয় চোখের ভ্রম, ইশিতা নাই তো তাই সব জায়গায় ইশিতাকে দেখছি,

 

কিন্তু ইশিতা রুপি মেয়ে টা তো অই ছেলে গুলার সাথে পাস কাটিয়ে চলে জাচ্ছে,

কি ভাব্বো তাই বুজছি না, মনে হয় পেট গরম হইছে তাই ভুল ভাল দেখছি, জাই তাড়াতাড়ি রুমি জাই বউ টা অপেক্ষা করছে,,,,,,

 

আমি রুমে চিলে গেলাম, ইশিতা দেখি টিভি দেখছে, আমাকে দেখে বল্লো কি হলো এতো তাড়াতাড়ি চলে এলে,

 

না এমনি একা একা ভালো লাগছিল না,

বাব্বা বউ কে অনেক করো বুঝাই জাচ্ছে,(ইশিতা)

 

জানো সমুদ্রের পারে আজ তোমার মতো একটা মেয়ে কে দেখলা, (ফারাবি)

 

তাই, তা গিয়ে একটু কথা বলতে, আরে ধুর অই শব কিছুনা, সব সময় তোমাকে নিয়ে ভাবি তো তাই জাকে দেখ সবাইকেই তোমার মতো মনে হই,

 

ইশিতা বল্লো তা ভালো কিন্তু সবাইকে বউ ভেবে জরিয়ে ধরো না তাইলে মাই একটা তোমার পিঠ রেখে বাইরে পরবে না, বলেই ইশিতা হাশিতে কুটি কুটি হয়ে গেল,

 

মাঝে মাঝে মনে হয় এই হাসির মাঝে হারিয়ে জাই, জীবন টা স্বার্থক হয় এমন একটা বউ পেলে,

 

দুপুর হলো চলো কিছু খেয়ে নিই,

 

হ্যা চলো, তারপর নিচে খাবার জন্য গেলাম, ইশিতা আমার প্রিয় খাবার গুলা ওয়াডার করলো আমি আর ইশিতা খুব মজা করে খেলাম, খাওয়া দাওয়া শেষ রুমে গিয়ে বিশ্রাম নিলাম,

 

এই উঠ এই উঠ,

ইশিতা আমাকে ডাকছে,

আমি ঘুম কাতর কন্ঠে বললাম যে কি হয়েছে ডাকছো কেন?

 

চলো না বাইরে থেকে একটু ঘুরে আশি, কাল তো চলেই জাবো, চলো না জানু প্লিজ......

 

আচ্চা চলো, আমি ফ্রেশ হয়ে নিলাম, তারপরে দুজনে বের হলামা, আহ আমি ইশিতার হাত ধরে হাটছি, আহ বউ এর হাত ধরে হাটার মজাই আলাদা, ইশিতা কিছু আচার আর কিছু ঝিনুকের জিনিস কিনলো,

 

আমি বল্লো কাল ই তো কতোকিছু কিনলে আবার কিনছো কেন?

 

ইশিতা বল্লো লাগবে, তারপর গেলাম একটু রোহিঙ্গা সিবিরে, সব সময় তো টিভি তেই দেখলাম, এখন একটু বাস্তবে দেখে আসি,

 

তারপরে ঘুরলাম, চারদিক দেখলাম, বিদেশি ত্রানে ভালোই উন্নতি হয়েছে,ভালোই জাক জমোকে আছে,

 

সবকিছু ঘুরে ফিরে দেখে হোটেলে চলে আসলাম, চলে আসলাম,

 

ইশিতা ব্যগ ট্যগ গুছিয়ে নিল,রাতেই বাস হয়ায় আমরা বের হলাম, বাসে উথলাম,

১০ টায় বাস ছারলো,.....

ইশিতা আমার কাধে মাথা রেখে ঘুমিয়ে পরলো,

........(চলবে)....

 

 

#সিনিয়র_খালাত_বোন_যখন_বউ

#season_3

#writer_maidul_islam

#part_2

#collected

তারপরে ঘুরলাম, চারদিক দেখলাম, বিদেশি ত্রানে ভালোই উন্নতি হয়েছে,ভালোই জাক জমোকে আছে,

 

সবকিছু ঘুরে ফিরে দেখে হোটেলে চলে আসলাম, চলে আসলাম,

 

ইশিতা ব্যগ ট্যগ গুছিয়ে নিল,রাতেই বাস হয়ায় আমরা বের হলাম, বাসে উথলাম,

১০ টায় বাস ছারলো,.....

ইশিতা আমার কাধে মাথা রেখে ঘুমিয়ে পরলো,

 

ভোরের আলো ফুটে উঠলো, সূর্যের মৃদু আলো এশে পরতে লাগলো ইশিতার চোখের পাতার উপর,, ততোক্ষুনে আমার গুম ভেংগে গিয়েছে, ইশিতার দিকে তাকাতেই মনে হচ্ছে ওর মায়ার হারিয়ে জাই,

 

আমি বিভোর নয়নে তার দিকে তাকিয়ে আছি, হথাৎ মনে হলো কে যেন চিমটি কাটছে,

 

কি দেখছো ওমন করে,,,,?

 

তোমাকে,

আমাকে দেখার এমন কি হলো আর আজ কি নতুন করে দেখছো না কি???

 

আমি কিছু বললাম.....

 

ঢাকায় চলে এলাম,, খুব সকাল সকাল ই আসলাম, একটা রিক্সাও পেলাম না, ইশিতা কে বললাম, একাটু দারাও আমি সামনে এগিয়ে দেখি কোন রিক্সা পাই কিনা, আমি সামনে এগুচ্ছি,

 

আমার ব্যগ আমার ব্যগ, হাইজ্যক হাইজ্যক,,,,,,,,

 

আমি দৌরে গেলাম ইশিতার দিকে, কাদো কাদো ভাব নিয়ে

আমার দিকে ইশিতা তাকিয়ে বল্লো

আমার ব্যগ ছিন্তাই হয়েগেছে,


Md bablu

26 Blog posts

Comments