বন্ধুত্ব

আত্মার শক্তিশালী বন্ধন

বন্ধুত্ব -শব্দটা শুধুই যেন স্কুল লাইফের সেই বন্ধুর কথা মনে পড়ে যায় ।স্কুল বা ছোট বেলার দিনগুলো তে হুট করেই বন্ধুত্ব হয়ে যেতো,কিন্তু হুট করেই ভেঙ্গে যেতো না । ৫ টাকা দিয়ে অনেকগুলা Sticker কিনে বন্ধুদের খাতায় লাগিয়ে দিতাম । বাবল গাম খেয়ে Tattoo পেলে একটা নিজের হাতে আরেকটা বন্ধুর হাতে বসিয়ে দিতাম । কি সুন্দর ছিল সেসব বন্ধুত্ব ।

এখনকার বন্ধুত্বেও সবই আছে শুধু "সহজ" নামক জিনিসটা নেই ।এখনো বন্ধুরা রাগ করে কিন্তু রাগ দেখিয়ে দুটো কথা বলে না। দীর্ঘদিন কথা হয় না বলে দেখা যায় আর বন্ধুত্ব থাকে না । তাছাড়া সবাই Mature ,সবার বেশিই Ego ।

 

 সবকিছু বেশি জটিল হয়ে গেছে । চিন্তা, ভাবনা, কথা, কাজ সব.... ছোট্ট বেলাটার ছোট্ট অভিমান গুলোই বেশ ছিল । কারন জানা ছিল । কিন্তু এখনকার দিনে আর কারন জানার ও চেষ্টা করি না । ডিরেক্ট কথা বন্ধ ।

 

তবে ভালো বন্ধু আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ । যারা ভালো বন্ধু তারা কখনো ছেড়ে যায় না ।এই বন্ধুরাই পারে সুখে-দুঃখে পাশে থাকতে,সাপোর্ট করতে । তাই বন্ধুত্ব সব‌ সম্পর্কে ক্ষেত্রে প্রযোজ্য ।


Hoimonti Shukla

137 Blog posts

Comments