এক সপ্তাহের ব্যবধানে অন্তর্বর্তী সরকারের যুক্ত হচ্ছেন আরো কয়েকজন উপদেষ্টা। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে গত ৫ অগাস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর নোবেলজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে এই অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছিল।
গত ৮ অগাস্ট প্রধান উপদেষ্টাসহ মোট ১৭ জন উপদেষ্টা শপথ গ্রহণ করেছিলেন।
উপদেষ্টা পরিষদে নতুন যে চার জন যুক্ত হওয়ার হওয়ার কথা জানা যাচ্ছে, তারা শপথ নিলে মোট সদস্য সংখ্যা হবে ২১ জন।
শুক্রবার বিকেলে বঙ্গভবনে অন্তর্বর্তী সরকারের নতুন উপদেষ্টাদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে। রাষ্ট্রপতি মো: সাহাবুদ্দিন তাদের শপথবাক্য পড়াবেন।
উপদেষ্টা হিসেবে আজ শপথ নিতে যাচ্ছেন ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ, আলী ইমাম মজুমদার, ড. মুহাম্মদ ফাওজুল কবির খান ও লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।