ছাত্রদলের প্রটোকলে ছাত্রলীগ নেতার জবি ক্যাম্পাসে প্রবেশ

ছাত্রদলের প্রটোকলে ছাত্রলীগ নেতার জবি ক্যাম্পাসে প্রবেশ

ছাত্রলীগ নেতাকে শেল্টার দিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রবেশ করানোর চেষ্টা করায় সাধারণ শিক্ষার্থীদের হাতে মার খেয়েছেন এক ছাত্রদল নেতা।

বৃহস্পতিবার (১৫ আগস্ট) রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে।

অভিযুক্ত ছাত্রলীগ নেতা বিশ্ববিদ্যালয়ের হিসাব বিজ্ঞান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। অপর অভিযুক্ত ছাত্রদল কর্মী তারেক আহমদ গণযোগাযোগ ও সাংবাদিকতাতা বিভাগের শিক্ষার্থী ও জবি শাখা ছাত্রদলের সদস্য।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ৮টার দিকে জবি শাখা ছাত্রলীগের হিসাব বিজ্ঞান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সভাপতি আব্দুর রহমান ক্যাম্পাসে প্রবেশ। সাধারণ শিক্ষার্থীরা তাকে চিনতে পেরে জিজ্ঞাসাবাদ করে। আব্দুর রহিম এর আগে ১৫ জুলাই জবি শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের মারধরে অংশ নিয়েছিল। সর্বশেষ ৫ আগস্ট পর্যন্ত পর্যন্ত কোটা আন্দোলনের বিরুদ্ধে ফেসবুকে পোস্ট করেছে। এসব স্কিনশটও শিক্ষার্থীদের কাছে রয়েছে। শিক্ষার্থীরা ছাত্রলীগ কর্মী আব্দুর রহিমের ফেসবুক আইডির ছবির সাথে তার চেহারার মিল পায়। ছাত্রলীগ কর্মী আব্দুর রহিমকে শেল্টার দিয়ে প্রবেশ করান জবি শাখা ছাত্রদলের সদস্য তারেক আহমদ।


Eva Rahama

29 Blog posts

Comments