ইন্দুরকানীতে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে গ্রেফতার ১

ইন্দুরকানীতে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে গ্রেফতার ১

 

পিরোজপুরের ইন্দুরকানীতে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে জড়িত নেতাকে হামলাকারী ছাত্রলীগ নেতা ইসাজ রহমান শিকদারকে গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার ইন্দুরকানী থানায় এ ঘটনায় একটি মামলা করা হয়েছে। এর আগে, বৃহস্পতিবার রাতে তথ্য প্রযুক্তির সহায়তায় তাকে গোপালগঞ্জ থেকে গ্রেফতার করা হয়।

জানা গেছে, বুধবার রাতে উপজেলার ঘোষেরহাট বাজারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজের ইতিহাস বিষয়ের সম্মান তৃতীয় বর্ষের ছাত্র শফিকুল ইসলাম মাসুদের ওপর হামলা করে ছাত্রলীগ নেতা ইসাজ রহমান শিকদারসহ অন্যরা। এ ঘটনায় এলাকার পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

আরো জানা গেছে, এ ঘটনায় শুক্রবার আহত ছাত্র মাসুদের বাবা পাঁচজনের নাম উল্লেখসহ ২০ থেকে ২৫ জনকে অজ্ঞাত করে ইন্দুরকানী থানায় একটি মামলা দায়ের করেছে।

 

ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার জানান, ‘ইন্দুরকানী সেনা ক্যাম্পের ক্যাপ্টেন মারুফের নেতৃত্বে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে একজনকে আটক করা হয়েছে এবং আহত মাসুদের বাবা থানায় একটি মামলা দায়ের করেছেন।


Eva Rahama

29 Blog posts

Comments