জীবন

নিজের জীবনকে সুন্দর ভাবে সাজিয়ে তুলুন হালাল ভাবে গড়ে জীবন সুন্দর করুন।

জীবনে ভালো থাকতে চাইলে ৬ টি কথা মেনে চলবেন।

 

১.উর্পাজন করতে শিখুন।

২.অতিরিক্ত মায়া ত্যাগ করুন।

 

কারো প্রতি এতোটা ঝুকে পড়বেন না,,ওই আপনি চায়ে ভিজানো বিস্কুটের মত গলে পড়ে যাবেন।

 

চায়ের মাঝে বিস্কুট যত ডুকে থাকে ততই বিস্কুট চায়ের মাঝে দূর্বল হতে থাকে আর গলে পড়ে যায়।

 

আর তাই বলা হচ্ছে আপনি যত বেশি মায়া বাড়াবেন অতিরিক্ত মায়া করবেন ঠিক বিস্কুটের মত আপনি ও টাস করে ভেঙে পড়বেন।

 

 

৩.অতিরিক্ত আশা করা ছেড়ে দিন।

 

কারো প্রতি অন্ধভাবে বিশ্বাস করে আর ভাববেন সে আপনাকে কখনো নিরাশ করবে না নিছক এটা বোকামি ছাড়া আর কিছু না।

 

 

বিশ্বাস তো অন্ধভাবে অতিরিক্ত পৃথিবীর সমতল ভালোবাসা ও যদি তাকে দেয় আমরা ওনি আমাকে ঠকাবেন,,,একমাত্র রব আমাদের, আমাদের সৃষ্টিকর্তা ও এক ও অদ্বিতীয় আল্লাহ।

 

 

৪.নিজেকে ভালোবাসুন

৫.চিন্তা করা বাদ দিয়ে হাসিখুশি চলুন।

 

সবসময়ই হাসিখুশি থাকুন

 

৬.আপনি আপনার নিজেকে সময় দিন,সব সময় অন্যকে নিয়ে ব্যস্ত থাকবেন না।

 

মানুষের নিজের বলতে কিছুই নেই,

 

জন্ম অন্যজনের দান

 

নামে ডাকা নাম তাও অন্য কারো দেওয়া।

 

যে শিক্ষা গ্রহন করে মানুষের মত মানুষ হওয়া তাও তো অন্য কারো পাঠ দানে।

 

এই যে সুশিক্ষিত হয়ে নামীদামী অফিসে চাকুরী করে স্যালারি পান তাও অন্যে জনের টাকার,,

 

মনে রাখবেন আপনার জীবনের শেষ যাত্রা পথের শেষটাও মানুষ দ্বারা শেষ হবে আপনি কিছুই করবেন না।

 

যদি কখনো এমন অহংকার বা গর্ব করে থাকেন তাহলে তওবা করে নিন এখনি।

 

এটা ভাববেন না কখনো আপনি ছাড়া আপনার পরিবার অচল।

 

আপনি ছাড়া আপনার কর্মস্থল অচল।

 

মনে রাখবেন আপনি মৃত্যু বরন করলে সব কিছুই আগের নিয়মে চলবে।তাই এমন টা ভাবা বোকামি।

 

একটু পিছু নের দিকে তাকান।

আপনার আগেও এ কোম্পানির চেয়ারে আপনার থেকে বেশি যোগ্য ব্যক্তি ছিলো কিন্তু নিয়মের জালে তাকে দুনিয়ার মায়া ত্যাগ করতে হয়েছে।

 

তাই বলে কি কোম্পানি থেমে ছিলো না তো?

 

আপনি কি জানেন এ পৃথিবীতে ৮৪ লক্ষ প্রানীর বাস।

 

এর মাঝে এক মাত্র প্রানীই হচ্ছে মানুষ যারা রোজগার করে।

 

মজার ব্যাপার কি জানেন এরা পরিশ্রম করার পর ও মাঝে মধ্যে না খেয়ে থাকে।,

 

কিন্তু চারপাশে কত প্রানী আছে তারা রোজগার না করেও দিব্যি খাবার খাচ্ছে।

 

আর মানুষঔ একমাত্র প্রানী যাদের এতো কিছুতেও মন ভরে না।

 

আপনি জানেন ভরা পেটে একটা চিতাবাঘ ও কারো দিকে নজর কাটে না।

যে দেশে জুতা বিক্রি হয় এসি রুমে,,

আর বই বিক্রি হয় রাস্তার ফুটপাতে।

 

বুঝায় যায় সে দেশে দূর্নীতিবাজ রা থাকবে ৫ তলায় আর জ্ঞানী গুনীজনরা থাকবে ফুটপাতে না হয় গাছ তলায় এটাই তো স্বাভাবিক।

 

মনে রাখবেন ৪ টি বিষয়ে কখনো লজ্জা পাবেন না:

 

১. আপনার পুরাতন জামাকাপড়। 

২.আপনার সাধারণ জীবনযাপন। 

৩.নিজের বাবা-মা 

৪.গরীব বন্ধু।

 

সব সময় মাথায় সরন রাখবেন,

 

যেখানে অবহেলিত কোনো গুরুত্ব নেই সেখানে বার বার যাবেন না।

 

সে,ক্ষেত্রে তা কারো বাড়ি হোক কিংবা মন।

 

আসলে মানুষ জাতিটাই আজব অন্ধ বিশ্বাসে ডুবে গিয়ে তলিয়ে যায় শেষমেশ দোষ টা হয় পানির।

 

আর যদি হোচট খায় তাহলে যে রাস্তায় হেঁটেছে বা যে পাথরের মাঝে আঘাত পেয়েছে দোষ টা সে দিকে দেওয়া হয়

মানুষ বোকা যে নিজের দোষ নিতেও পারে না।

 

অন্যের ওপর দিয়ে দেই, আর কর্মের দোষ দেই ভাগ্য কে,

 

নিজের ভূলটা কোনো দিনও খালি চোখে দেখতে পাই না।

 

আপনি বার বার ভূলে যান সব থেকে সস্তা কাপড় পচে যাওয়ার আগে আপনার দেহটাও পঁচে যেতে পারে।

 

তারপর ও কেনো এতো অহংকারী এতো দম্ভ বলুন?

 

আপনার রুপের অহংকার টাকার অহংকার কি আপনাকে মৃত্যুর হাত থেকে বাঁচাতে পারবে?

 

পারবে না তো কত রাজামহা রাজার সিংহাসন সব রেখে মৃত্যুর পথযাত্রী হয়েছে আপনি কি তা জানেন না

 

আমাদের মানবজাতির স্বভাব আপনি ৩৬৪ দিন উপকার করবেন শুধু একটা দিন উপকার করবেন না দেখবেন এই ৩৬৪ দিনের কথা সে একবার ও বলবে না শুধু বলবে।আপনি একটা দিনই তাকে উপকার করলেন না

 

https://youtu.be/SXS13mFrYcA?si=_O1-8E_8KK1Lcqgy


Akhi Akter Mim

313 Blog posts

Comments