Valobashar Vul

Valobashe jode shuk na pai taholy she valobashar dorkar nai.

ক্যালকুলেস করে কখনো ভালোবাসা যায় না, যে আপনাকে ভালোবাসবে কোনো কারন ছাড়াই ভালোবাসবে।

ভালো রাখাই একমাত্র ডেফিনেশন হচ্ছে ভালোবাসা।

 

অনেকেই অনেক কথা বলেন যে লোক দেখানো ভালোবাসা।

আসলে একেক জনের বহ্নিঃপ্রকাশ একেক রকম হয়ে থাকে। কেউ হাজার লোকের ভীরে প্রকাশ করলেও তাদের ভালোবাসায় খুতঁ থাকেনা, আবার কেউ লুকিয়ে রেখেও গভীর ভাবে ভালোবাসে।

যে ভালোবাসার সে আড়ালে বা সম্মুখে ভালোবাসা দেখাবে।

 

যে আপনাকে ভালোবাসবে তার চোখেঁ আপনার একটা আলাদা সম্মান থাকবে।

অবহেলা, অসম্মান কষ্ট এগুলোর কোনো স্থান নেই।

কিন্তু আপনার জায়গাটা আপনাকেই বুঝে নিতে হবে।

 

আর যে আপনাকে ঠকাবে কষ্ট দিবে হাজার বারও যদি ভুল বুঝে বার বার একি কর্ম কবরে এগুলো সম্পর্কে রেড ফ্লাগ।

 

ভালোবেসে যদি ভালো না থাকতে পারি সেই ভালোবাসার প্রয়োজন নেই।

কথায় আছে,

ভুল শব্দ দিয়ে শুন্যস্থান পূরণ করার চেয়ে একা থাকা অনেক শ্রেয়।

 

 


Salma Akter

272 Blog posts

Comments