নতুন এক কাল্পনিক জগৎ

কখনও কখনও আমি নিজেকে খুশি করতে আমার কল্পনা ব্যবহার করি।

???????

আমি ছোট থেকেই কল্পনায় বাস করি,

৫/৬ বছর পর আমার কেমন জানি বর্তমানে থাকতে ইচ্ছে হয় না। আমি বেশির ভাগ সময়ই কল্পনায় জুড়ে থাকি।

দিন যেতে লাগলো আমার কল্পনার জগৎ ও আমার সাথে বড় হতে লাগলো,,কল্পনর জগৎ জেনো পিছু ছাড়ছে না আমার। 

আমি কোনো কিছু চাওয়া পাওয়ার মাঝে যায় না নিজের বাবা মায়ের কাছেই ঠিক মত চাইতে পারতাম না।

আর অন্য কারো কাছে কিভাবে চাইবো।

আমার কিছু খেতে ইচ্ছে  করলে আমি কল্পনায় খেয়ে নিতাম।

যখন কারো সাথে ঝগড়া বা অভিমান হত তাদের সাথে কত ভাবে যে সরি বলতাম কল্পনায় সাজিয়ে আল্লাহ তা'আলা ছাড়া আর কেউই জানে না।

আল্লাহর সৃষ্টি খুব সুন্দর তার থেকে মানুষ প্রানীকে আল্লাহ বেশি সুন্দর করে বানিয়েছে।

তার মাঝে ও অনেক প্রকার ভেদ আছে লম্বা ফর্সা কালো শ্যানলা মোটা চিকন র্সোট।

আমি ও এদের মধ্যে পড়ি আমি র্সোট তাই আমাকে অনেক কথা সম্মুখীন হতে হতো সবার।

স্কুল কলেজ ভার্সিটি এসবের মাঝে কতশত নাম পেয়েছি বাবা মায়ের দেওয়া ছাড়ায়।

তখনও আমার খুব মন খারাপ হলে আমি কল্পনার জগৎ সাজিয়ে নিজেকে ভালো রাখার চেষ্টা করতাম।

সবাই বলতো র্সোট বিয়ে হবে না কে বিয়ে করবে।

তাই সবার কথা সত্যি মনে করে কল্পনায় সংসার সাজালো।

এক রাজকুমার আমাকে বিয়ে করলো সে আমাকে আল্লাহর সৃষ্টির সুন্দর তাই আমিও তার কাছে পরীর মত ছোট পরী শুধু ডানা নেই তাই মানুষ পরী হয়ে তার জীবনে রইলাম।

কল্পনা জগৎতে কথা বলার মাঝে অনেকেই আমাকে পাগল ভাবতো যে একা একা কার সাথে কথা বলি।

আমার সংসার জীবন কল্পনায় ১১ বছর তাই এ ১১ বছরের আমার ৫ বছরের একটা ছোট পুচকো আছে আমার কল্পনার রাজ্যে,,

আমি আমার কল্পনায় অনেকেই মেরে দেয়। বকে দেয়। আবার সরি ও বলে দেই,,

এ কল্পনা জগৎতের কথা ২০১৯ সালে এক মিষ্টি ভাইয়াকে বলে আর ২০২৪ সালে

ছোট বোন @Surovi Islam কে বলি।

মজার বিষয় আমার সেই ছোট থেকে বড় হওয়ার এই কল্পনার রাজ্যে শুধু আমি না আমার মত হয়তো অনেকেই আছে। 

এ কথা বলার কারন আমি ২০২৩ সালের শেষের দিক ২ টা র্সোট ভিডিও দেখি যেখানে সেম আমার কল্পনার মত জীবন।

 

জীবন তো কচু পাতার পানির মত,,


Akhi Akter Mim

313 Blog posts

Comments