কলমের ইতিবৃত্ত

কলম আবিষ্কার এর ইতিহাস

 

কলম, আমাদের দৈনন্দিন জীবনের একটি অতি পরিচিত এবং অপরিহার্য জিনিস। কিন্তু কখন, কোথায় এবং কীভাবে কলমের উদ্ভব হয়েছিল, তা কি কখনো ভেবেছেন? আজকে আমরা কলমের ইতিহাসের এক অবিশ্বাস্য যাত্রা শুরু করব।

 

প্রাচীন কালের কলম

ধারণা করা হয়, প্রাচীন মিশরীয়রা সর্বপ্রথম কলম ব্যবহার শুরু করে। সে সময় অবশ্য আজকের মত মসৃণ কোন কাগজ ছিল না। সে সময় লেখালেখি করা হত বিভিন্ন গাছের পাতা, বাকল এবং পশুর চামড়ার উপর। তারা একটি কাঠির ডগায় তামার নিবের মত বা ধাতব কিছু একটা পড়িয়ে লেখা শুরু করে। 

প্রায় ৪'হাজার বছর আগে রীতিমতো লেখালেখি শুরু করে দিয়েছিল গ্রীকরা। তারা কলম তৈরি করত হাতির দাঁত বা এ জাতীয় কিছু দিয়ে। এর নাম ছিল 'স্টাইলাস'। আধুনিক কলম তৈরির এক দীর্ঘ ইতিহাস রয়েছে। আধুনিককালে সর্বপ্রথম ১৭৮০ সালে ইংল্যান্ডে কলম আবিষ্কৃত হয়। এরপর ১৮৮৪ সালে ওয়াটারম্যান আবিষ্কার করেন ফাউন্টেনপেন। 

বিভিন্ন ধরনের কলম এবং তাদের উদ্ভব-

পালকের কলম: পাখির পালককে তীক্ষ্ণ করে কালিতে ডুবিয়ে লেখা হত।

ফাউন্টেন পেন: ১৮৮৪ সালে লুইস ওয়াটারম্যান আবিষ্কৃত ফাউন্টেন পেন কালির একটি সংরক্ষণাগার এবং একটি নিব দিয়ে তৈরি।

বলপয়েন্ট কলম: বিংশ শতাব্দীতে আবিষ্কৃত বলপয়েন্ট কলম একটি ছোট্ট বলের সাহায্যে কালি কাগজে ছড়িয়ে দেয়।

কলমের আবিষ্কার মানব সভ্যতার ইতিহাসে একটি বিপ্লব সৃষ্টি করে। কলমের মাধ্যমে তথ্য সংরক্ষণ, জ্ঞানের বিনিময় এবং সাহিত্যের উন্নতি হয়েছে। আজকের ডিজিটাল যুগেও কলমের গুরুত্ব কমেনি। 

কলমের ইতিহাস একদিকে যেমন লেখালেখির যাত্রার কথা বলে, অন্যদিকে মানব সভ্যতার উন্নতির গল্পও বলে।


Adeel Hossain

242 Blog posts

Comments