অসমাপ্ত ভালোবাসা

সবার ভালোবাসা পূর্ণতা পাই না।তাই তো সেই ভালোবাসার নাম অসমাপ্ত ভালোবাসার ঠিকানায় হারিয়ে যায়।

একটি সমাপ্ত গল্প ভালোবাসার

******হাফসা>> হ্যালো অনন্ত

 ******শুনতেছি বল

*****হাফসা>> কোথায় তুই

**** অনন্ত>> বাসর ঘরে বউ এর সাথে গল্প করতেছি ফোনটা করে তুই ডির্সটাব করলি কেনো.....

****হাফসা>> কি,,,,, কিছুটা রাগী সুরে ভার্সিটিতে আসিস নাই কেনো....

****অনন্ত>> আমি ভার্সিটিতে যায় না সকালে, দুপুর গেলো বিকাল গেলো এখন সময় রাত ১২:৩০ বাজে আর তুই এখন খবর নেস...

****হাফসা>>আমার ফোনে বেলেন্স ছিলো না তাই কল দিতে পারি নাই...কেন তুই ও একবার কল দিতে পারবি কিন্তুু তুই ও তো একটা কল দিলি না

*****অনন্ত>>কোটি পতি বাবার এক মাএ মেয়ে যদি বলে ফোনে বেলেন্স ছিলো না তাহলে আমি তো কথা কার গরিব এক ছেলে তুর কথা শুনে হাসি আসলো দাড়া একটু হেসে নেই...হা হা হা হি হি হি হো হো হো

***হাফসা>>অনন্ত তুই একটু থামবি তুই না একটু বেশী কথা বলস..রাতে খাইস

****অনন্ত>> হুমমম,,, তুই ফোনটা কাট একটু কাজ আছে পড়ে কথা বলবো বলে ফোনটা কেটে দিলো.. কোনো কাজ নেই ঘুমাবে ও ঘুম পাগল একটা

****অনন্ত গরিব ঘরের ছেলে আর হাফসা বড়লোকে এর মেয়ে ওদের পরিচয় ভার্সিটিতে তার পর ঘনিষ্ঠ বন্ধুত্ব আর হাফসা অনন্ত কে খুব ভালোবাসতো কিন্তুু মুখ ফোটে বলতো না ও চাই তো অনন্ত ওকে আগে বলোক......

*****হাফসা>>আজকেও কি ক্লাস করবি অনন্ত..

****অনন্ত>>কেন আজ কি তোর বিবাহ বার্ষিক নাকি যে আজ ক্লাস না করে পার্টি দিবো..

***হাফসা>>চুপ কর(তুর বেশি কথা বলা এ জন্মে ও শেষ হবে না) ভবিষ্যৎ অন্ধকার...

****অনন্ত>>চুপ

***হাফসা>>আজ আমার ভালো লাগছে না তাই ভাবলাম একটু ঘুরে আসি চল না দুজনে একটু ঘুরে আসি প্লিজ..

***অনন্ত>>তাহলে এই জন্য এতো তাড়াতাড়ি তলব করছি আমার..

***হাফসা>>মুচকি হেসে বললো হুমমম...অনন্ত একটা গান শুনা তো

***অনন্ত>>বন্ধু তিন দিন তোর বাড়ি গেলাম দেখা পাইলাম না...

***হাফসা>>অনন্তকে একটা থাপ্পর মেরে বললো এটা কি গান ধরলি তোই এ সব গান কি এখন কেউ শুনে নাকি..

অনন্ত>>হাফসা একটা সত্যি কথা বলবি

হাফসা>>হুমমম বল কি সত্যি বলবো

অনন্ত>>তুই কি আমাকে ভালোবাস

হাফসা>>তুর মতো একটা পাগল কে আমি কেনো ভালোবাসবো আমি তো কোনো রাজপুত্র কে ভালোবাসবো

অনন্ত>>ঠিক বলছোস তো...কিন্তুু জানস আমার মতো পাগল কে বিয়ে করার জন্য কতো মেয়ে লাইন ধরে রাখে আমি পাততাই দেয় না..

***হাফসা>>বিয়ে করে নেই পড়ে কোনো মেয়ে পাবি না..

***অনন্ত>>হাফসা চল আমরা পালিয়ে বিয়ে করি আমাদের ৮০০ বাচ্চা হবে আমি বাবা হবো তুই হবি মা...

হাফসা >>তুই সত্যিই একটা পাগল এবার বাড়ি যা আমি ও বাড়ি যাবো

অনন্ত>>ওকে যা আর দেখা না ও হতে পারে ওর এই কথাটার মানে হাফসা বুঝলো না...

অনন্ত তোর একটা বড় রোগ ছিলো ছোট বেলা থেকে ডাক্তার ও রোগের কোনো ফল বলতে পারলো না..আজ হাফসার হটাট করে মনে হলো ও নিজেই অনন্তকে বলবে আমি তোকে ভালোবাসী..অনন্তকে হাফসা ফোন করতে লাগলো ২০ মিনিট পর ফোনটা রিসিভ হলো হাফসা বকতে শুরু করলো ওই কুত্তা শয়তান বানন্দর ফোনটা ধরতে এতো ধেরি হলো কেনো আমি অনন্ত না অনন্তর বন্ধু অনন্ত হটাট করে জ্ঞান হারা হয়ে গেছে ওকে হসপিটাল এ ভর্তি করা হয়ছে এই বললে ফোনটা কেটে দিলো...হাফসা কন্না করতে করতে হসপিটাল এ যায় সামনেই একটা লাশ আর তার পাশে কতো গুলো ছেলে হাফসা একটা ছেলে কে বললো অনন্ত কোথায় একজন ইশারা দিয়ে দেখালো লাশটা হাফসা গুটিগুটি পায়ে কাফনের কাপড় সরায় সামনে একটা মুখ ভেসে ওঠে মুখটা অনন্তর হাফটা একটা গলা ফাটা আর্দনাদ একটা চিৎকার দেয় আর বলে তুই মজা করতেছোস অনন্ত ওঠ অনন্ত ওঠ.. তুই জানতে চাইছিলো আমি তোকে ভালোবাসী কিনা আমি তোকে খুব ভালোবাসি আমি তোর বাচ্চার মা হবো আমাদের ৮০০ সন্তান হবে প্লিজ অনন্ত ওঠ... কিন্তুু তা তো আর হয় না অনন্ত তো না ফেরার দেশে চলে গেছে হাজার বার ডাকলে ও অনন্ত আর ওঠবে না...

শেষ মুহুতে অনন্তর হারিয়ে যায় আর হাফসা পাগল হয়ে গেলো...

ওদের ভালোবাসা টা ও অসমাপ্ত হয়ে গেলো....

 


Akhi Akter Mim

313 Blog posts

Comments