সাদা মাটা বাড়ি

সবার জীবনে দালান কোঠায়ই শুধু সুখ বয়ে আনে না।টিনের বাড়িতেও সুখ খোজা যায়।

বাচ্চার বাবার সখের নীল টিনের বাড়ী❤️তার'মতে বৃষ্টির রিমঝিম শব্দ আর মাটির ঘ্রাণ না পেলে সেটা কিসের গ্রামের বাড়ি!!গ্রামের বাড়ি মানেই প্রকৃতিকে উপভোগ করা,,প্রকৃতির সাথে মিলেমিশে একাকার হয়ে যাওয়া??

 

প্রথম দিকে তার এই পাগলামী অন্যের মতো,, আমার ভালো না লাগলেও ভেতরের অংশ আমার মনের মতো করে নিয়ে,,,,এখন বেশ ইনজয় করি❤️❤️

 

আমাদের টিনের বাড়ি দেখে আত্মিয় স্বজন প্রতিবেশী, সবাই খুব আপসোস করে কেনো আমরা এতো টাকা খরচ করে টিন দিয়ে ঘর উঠিয়েছি,,এই টাকাতে অনায়াসে একতলা ছাদের বাড়ি হতো,সাথে স্থায়িত্ব ??কিন্তু আমার উনার কথা যেখানে আল্লাহর দেওয়া জানের স্থায়িত্ব নেই সেখানে মানব-শৃষ্ট বাড়ি একটা জন্তু মাত্র??সখের তোলা আশি❤️❤️

 

বাচ্চার বাবার চাকরি জনিত কারনে,,,এটাই আমাদের তালাবন্ধী থাকে,,,মাসে একবার এসে দুই একদিন থাকি,,আবার কখনো দুই মাসেও আসা হয়না??

 

ইনশা'আল্লাহ, আল্লাহ চাইলে, এক মাত্র সন্তানের জন্য কোন এক ইট কাঠের শহরে ছোট্ট একটা আবাসন বানিয়ে দিবো,,,আমাদের জন্য না হয় এটুকু'ই থাক?

 

আলহামদুলিল্লাহ একজোড়া মধ্যে বিত্তের অল্পতেই খুশি হয়ে যাওয়া জীবন


Akhi Akter Mim

313 Blog posts

Comments