হসপিটাল আতঙ্কে পরিণত হলো!
Dr. Moumita Debnath কে জীবিত অবস্থায় পা ধরে ছিড়ে ফেলা হয়েছে! 150 gm of semen was found in her body, one man can only have 5gm each time. মৌমিতা দেবনাথ ( RG Kar Medical College, পশ্চিমবঙ্গ) ৩১ বছর বয়সী চিকিৎসক। ৩৬ ঘন্টার ডিউটি শেষে সেমিনার রুমে বিশ্রাম নেওয়ার সময় তাকে ধ'র্ষ'ণ ও হ'ত্যা করা হয়েছে। তাঁর সারা শরীরে কালো দাগ, গোপনাঙ্গ থেকে রক্ত, শরীরের ভেতরে একাধিক ব্যক্তির সেমিনাল ফ্লুইড" এটি শুধুমাত্র একটি প্রাথমিক রিপোর্ট!
একটা শরীর।
১৮/২০ জন পুরুষ।
১১৩ টা কা'মড়ের দা'গ।
জাস্ট ইমাজিন একটি সুস্থ মেয়েকে ঠিক কতক্ষণ গলা চে'পে ধরে রাখলে তার চোখের মনি দিয়ে র'ক্ত বেরিয়ে আসে?
এই পুরো সময়টা যে দুইজন ব্যক্তি মৌমিতার হাত চে'পে ধরে ছিল। তাদের মধ্যে একজন মৌমিতার ফিমেল কলিগ। আই রিপিট, মৌমিতার ফিমেল কলিগ।
চোখ দিয়ে র'ক্ত বেরিয়ে আসার আগমুহূর্তে মৌমিতা নিশ্চয়ই এই ফিমেল কলিগের দিকে তাকিয়ে ছিল। চোখের ভাষায় বারবার বোঝানোর চেষ্টা করছিল, ‘আমাকে বাঁচাও, তুমিও তো একটি মেয়ে।’
আহারে আহারে।
Just close your eyes and feel the pain. Can you feel the pain ?