'সূরা আল কাহাফ' থেকে শিক্ষণীয় বিষয় - ১২ :
১১১। কোনো সমস্যায় পতিত হলে বা কোনো কিছু ভুলে গেলে আল্লাহর স্মরণ তথা যিকির করব। আর আল্লাহর ওপর বিশ্বাস রাখব যে, আল্লাহই আমাকে পথ দেখাবেন, আল্লাহই আমাকে সাহায্য করবেন।
১১২। নবী সাল্লাল্লাহু আলাইহি সালাম গায়েবের সকল খবর জানতেন না। যদি জানতেন, তাহলে অহীর অপেক্ষায় না থেকে প্রশ্ন করার সাথে সাথেই মক্কার কাফিরদের ঘটনাটি বলে দিতেন। আসহাবে কাহাফগণ যে গুহায় অবস্থান করেছিলেন তাও গায়েবের অন্তর্ভূক্ত। এর ঠিকানা আল্লাহ ছাড়া কেউ জানেন না। কেউ যদি এর স্থান নির্দিষ্ট করে বলে সে আল্লাহর নামে মিথ্যা রচনাকারীর অন্তর্ভূক্ত হবে।
১১৩। আল্লাহ একক ও অদ্বিতীয়। তিঁনি তাঁর কাজে কাউকে শরীক করেন না। তিঁনি ছাড়া আর কোনো অভিভাবক নেই।
১১৪। বিভিন্ন প্রতিকূল পরিস্থিতি ও দুশ্চিন্তার কঠিন সময়ে প্রশান্তি লাভের উপায় হলো কুরআন তেলাওয়াত। এছাড়া, কুরআনের আমল নিজের জীবনে বাস্তবায়ন করাতেই রয়েছে মুক্তির পথ। ফিতনা থেকে বাঁচার সলিউশন হচ্ছে কুরআনকে আকঁড়ে ধরা।
১১৫। মানুষের মাঝে দ্বীনি তাবলীগ তথা দ্বীনের দাওয়াতী কাজ করতে হবে তবে বৈধ পন্থায়, অবৈধ পন্থায় নয়। আল্লাহ তা’য়ালার কালামে রদবদল করার কোনো এখতিয়ার নেই। হালালকে হালাল হিসেবেই মানতে হবে। আর হারামকে হারামকে হারাম হিসেবেই মানতে হবে। আল্লাহর বিধানের ওপর নিজের নফসকে প্রাধান্য দেওয়া যাবে না। কেউ যদি এমনটা করে আল্লাহ তা'য়ালার আযাব থেকে রেহাই পাওয়ার জন্য সে কোনো আশ্রয়স্থল পাবে না।
১১৬। যারা সকাল সন্ধ্যায় তাদের মালিককে ডাকে অর্থাৎ সবসময় আমলে মগ্ন থাকে আর আল্লাহর সন্তুষ্টির ওপর চলার চেষ্টা করে তাদের সাথে চলতে হবে, তাদেরকে অন্তরঙ্গ বন্ধু বানাতে হবে।
১১৭। যারা আল্লাহর সন্তুষ্টির ওপর চলার চেষ্টা করে তাদেরকে এড়িয়ে চলা যাবে না, তাদের থেকে ভালোবাসার দৃষ্টি ফিরিয়ে নেওয়া যাবে না অর্থাৎ তাদেরকে ঘৃণা অবজ্ঞা করা যাবে না।
১১৮। সৎসঙ্গে নগদ লাভ নেই যেটা অসৎ সঙ্গে আছে। তবুও পরকালীন চিরস্থায়ী কল্যাণের জন্য ধৈর্য ধরে ভালো মানুষদের সংশ্রবে থাকতে হবে।
১১৯।আমাদের চলাফেরা যেন এমন না হয় যে চলাফেরা থেকে বোঝা যায় যে, বাহ্যিকভাবে অনেক আমল করলেও আমরা আসলে দুনিয়াকেই চাচ্ছি, আখিরাতকে প্রাধান্য দিচ্ছি না।
১২০। যারা আল্লাহর অবাধ্য হয়ে চলতে চলতে নিজের অন্তরকে কলুষিত করে ফেলেছে, যারা আল্লাহর স্মরণ থেকে গাফেল হয়ে গেছে এবং যারা আল্লাহর সন্তুষ্টি অসন্তুষ্টির ধার ধারে না বরং নিজের খেয়ালখুশি তথা নফসের গোলামী করে, তাদের সাথে চলা যাবে না, তাদের সঙ্গ বর্জন করতে হবে।
|| 'সূরা আল কাহাফ' থেকে শিক্ষা - ১২ ||
#সূরাআলকাহাফ
#কুরআন
#শিক্ষা