কাল্পনিক ভালোবাসা

কত জনের ভালোবাসা পূর্ণতা পাই। ১০০% মাঝে ১০% পাই বাকি ৯০% কই জানে কে জানে?

হিমু:-খেয়েছিস ? 

পাখি:-না ।

 -হিমু :-কেন , তুই না খেলে কি চালের দাম কমে যাবে ?

খিলখিল করে হেসে উঠলো পাখি আমি চুপ করে ওর হাসি শুনতে লাগলাম মোবাইলটা ভালো করে কানে লাগিয়ে 

মেয়েটা হাসলে অনেকক্ষণ সেটার রেশ ছড়িয়ে থাকে 

খুব ভালো লাগে 

যেন হারিয়ে যাই আমি

পাখি: - এই হিমু , তুই চুপ? 

হিমু :- তোর হাসি শুনছিলাম 

পাখি :--কেন আমার হাসিতে কি? 

হিমু :- জানি না । 

পাখি :-ও না জানলে কি আর করা ঘুমা যা

 

হিমু:- তোর শরীর এখন কেমন? ওষুধ খাচ্ছিস ঠিকমত

আমাকে তো কিছু জানাসনা 

পাখি : হুম খাই তো 

হিমু : - ট্রিটমেন্টের জন্য কবে?? যাবি সিঙ্গাপুর?

পাখি : -জানিনা ,,,,, আব্বুকে জিজ্ঞাস করলে বলে সময় মত জানতে পারবে ডাক্তারের কাছ থেকে tআসার পর আব্বু মুখ কালো করে থাকে আমার কি হয়েছে তা বলেনা । 

আমি মনে হয় বাঁচবোনা রে ।

হিমু : -আমি রাখি, বাই । 

পাখি :-রাখিস না , শোন... 

    Himur conversation,,,,, 

 

 আমি লাইন কেটে দিলাম মেয়েটা মেজাজ খারাপ

 করে দিয়েছে একটু পর একটা মেসেজ সরি লেখা রাগ এখনে কমেনি আমার উপরথেকে ৷

কয়েকদিন পর ভার্সিটিতে ক্লাস করছি । 

হঠাৎ পাখির ফোন, ধরলাম না ।

এরপর টেক্সট মেসেজ  

 পাখি:-আমার ফ্লাইট আগামীকাল ।

দেখা করতে পারবি হিমু ?" 

আমার বুকের ভেতরটা কেমন যেন করে উঠলো ।

 ক্লাস শেষ হওয়া মাত্র কল দিলাম। "আপনার ডায়ালকৃত নাম্বারটি এখন বন্ধ আছে..." 

 কানের কাছে বাজতেই থাকলো কন্ঠটা 

রাতেকল দিলাম । ধরলো সে । 

 গম্ভীর গলা,

 কেঁদেছে বোঝা যায় ।

 -কাল কখন যাবি ? -দুপুরে। - সব গোছগাছ ?হুম। -রাগ আমার উপর ? না কিছুক্ষণ চুপচাপ দুজন । -হিমু ? হুম । -আমাকে ভালোবাসিস ? -বাসি তো , কেন তুই বুঝিসনা ? -তাহলে কেন আসলি না ? - আমার ক্লাস ছিল , তাই আসতে পারিনি সরি । -আমি যদি আর ফিরে না আসি ? যদি আর দেখা না হয় ? -

উফ , তুই আবার শুরু করলি ? আচ্ছা যা , বন্ধ করলাম তোর জন্য কি আনব বল ? -তোকে নিয়ে আসলেই হলো -হুম , আনব দুজন চুপ, রাত বেড়ে যায় । - তোর তো l নীল রংয়ের টি শার্ট পছন্দ , তাই না ? -হুম , নীল রংয়ের -সকালে ফোন দিতে পারবি ? -পারব ঠিক আছে, এখন ঘুমা আমিও ঘুমাব,, গুড নাইট । -হুম পরদিন সকাল থেকে পাখির মোবাইল আর খোলা পাইনা আমি । 

 ওর বাসার কাছের এক বান্ধবীকে কল দিয়ে জানতে পারলাম যে পাখি সিঙ্গাপুর চলে গেছে । 

 অদ্ভূত মেয়ে ! আমাকে ফেসবুকেও একটা মেসেজ দিলোনা , ওখান থেকে একটা কলও দিলোনা,স্বভাবই এরকম । কয়েকমাস কেটে যাওয়ার পর আমার কাছে ফোন এলো : -হিমু :- তুই এমন কেন পাখি? এগুলো কি ? আমাকে একটা খবরও দিতে পারিসনা তুই ? এমন করিস কেন আমার সাথে ? -হিমু আমার ব্রেন টিউমার ,হয়েছে । প্রচন্ড একটা ধাক্কা খেলাম আমি ! আমার মুখ থেকে কথা বের হলোনা,, -হিমু , তোর জন্য আমি আমার আমিকে আনতে পারলাম না,, মাফ করে দিস আমার চোখ থেকে টপটপ করে পানি পড়তে লাগলো। পাখি হারিয়ে যাচ্ছে আমার জীবন থেকে । 

 আমি অসহায় । 

তোকে আমি দেখতে চাই,পাখি ফোনের ওপাশ থেকে ফোঁপানোর আওয়াজ শুনতে পেলাম । সে লাইন কেটে দিলো,, ডাক্তার রা আর কিছুই করতে পারেনি । অনেক দেরী হয়েগিয়েছিল। অপারেশন আর সম্ভব ছিলোনা, পাখির লাশ সিঙ্গাপুর থেকে সরাসরি ঢাকায় নিয়ে আসা হয়।

 পাখির সাথে আমার এ জীবনে আর কখনোই দেখা হবেনা । একদিন দুপুর একটা পার্সেল আসলো আমার নামে,, প্যাকেট খুলে পেলাম একট নীল টি শার্ট , পোলো ব্র্যান্ডের সাথে একটা লাভ আর একটা চিঠি : " হিমু,আমি বাঁচবোনা তা তোকে আগেই বলে গিয়েছিলাম তোকে ছেড়ে চলে যাব ভেবে মন খারাপ করিসনা ,,

আমি খুব দুর্বল মেয়ে তুই জানিস । আমার নিজেকে যে কিভাবে আমি ধরে রেখেছি , তা তোকে বোঝাতে পারবনা ।

  আমি থাকব তোর পাশে তোর হাতে হাত রেখে ছায়া নীলে থাকব তোর বৃষ্টির সন্ধ্যায় আমার জন্য একটু একটু ভালোবাসা জমা রাখিস । আমি আজ নেই তবু কত সুর উঠে বেজে তোমায় ঐ গানের মাঝে,এই পথ গেছে মিশে আমার বেলা শেষে , স্বপ্ন ফিরে আসে । চিঠিটা নোনা জ্বলে ভিজে উঠতে থাকে । তার স্মৃতি আমি গড়ে রেখেছি নোনা স্বপ্ন দিয়েআজো.....। 

কাল্পনিক ভালেবাসা,, হিমুপাখি ?


Salma Akter

105 Blog posts

Comments