Happy New Year

Happy new year a new friend jonmo nei??boios 22 bosorer cele?

(Happy new year),,

কি অদ্ভুত...জীবন,,,

কখন কে কি ভাবে জীবনের সাথে জড়িয়ে পড়ে তা তো একমাএ উপরে যিনি বসে আছে তিনিই ভালো বলতে পারে,,কখন কার জীবনের দিক নির্দেশনা পরির্বতন হবে,,

নতুন বছর নতুন দিন নতুন বন্ধুর আগমন।।

আমি সব সময় আমার বন্ধুদের আকাশের সাত রংধনুর মাঝে রাখি,,আর আমার সাত রংধনুর মাঝে একটি রং আবছা ছায়া ছিলো আর ১/১/১৯তারিখ তা পরিপুর্ন রুপদান পাই,,

নতুন বন্ধুর আগমন Adim? ...প্রথমদিনই আমার রাগ জাগ্রতো করে ফেলে দেখা করতে আসে দেরি করে।অবশ্য দেখা করার কথা আমিই বলি,,,, এমনিতে আমাদের দেখা হতো মাঝে মধ্যে,,কিন্তু ফ্রেন্ডশীপের মাধ্যমে ১.১.১৯তারিখ সামনাসামনি বসে কথা হয়। এরপর থেকে শুরু কথা,,১/২ তারিখ কথা ভালোই হচ্ছিলো কিন্তু ৩ তারিখ সন্ধ্যার পর,আমার মন টাই খারাপ করে ফেলে,,আমি তো ভাবলাম হয়তো এডিম মজা নিচ্ছে, কিন্তু পরবর্তী ধারনাটা ভুল প্রমানিত হয়,এডিম মোটেও তেমনটি নই,

আজ আমাদের বন্ধুত্বর মাএ ১৯ দিন কিন্তু আমাদের মাঝের সর্ম্পকটা বছর ছাড়িয়ে ফেলছে,খুব হাসাতে পারে এডিম,,

এই যা এডিমের নাম করনের কারনটা তো লেখা হলো না,,এডিম তার আম্মুর মুরগীর ডিম চুরি করে খাই তাই তার নাম করন এডিম দেওয়া হয়,,হাস্যকর হলেও এটায় বাস্তব, আমার আর এডিমের ভাবনার মাঝে ৮০% এর মতো খুব মিল,,,আমি তো কোনো দিন বাস্তবে তো দুরের কথা কল্পনা ও করিনী এমন একটা বন্ধু পাবো আমি,,,,

ধন্যবাদ ফাহিম সাদিয়াকে দিতে বাধ্য আমি আর আমাদের মার্কজাকার ভাইরে,,ওনাদের মাধ্যমে আমার সাথে এডিমের বন্ধুত্বর সূএকরন,,

এডিমের কিছু শর্তসরুপ আমি নিজেকে পিচ্চি বলতে পারবো না,,,, মরার নাম মুখে আনা বারন,, ঠিকমত খেতেই হবে,,এডিমের সাথে সব কিছুর খাতির আছে খাবার বিষয়টা বাদে....আকাশের চাঁদ তারা পাশে আমরা তিন জন থাকি সাদিয়া আমি এডিম, সাদিয়া মাঝে মধ্যে নিরুদ্দেশ হইয়া যায়,,আবার ফিরে আসে,,,আমাদের বন্ধুত্বটা যেনো আজীবন থাকে,,আর এডিম যেনো সবটা সময় আমাদের মাঝে থাকে,,

১৯ দিনে এতোটা মিশুক হবো ভাবতে পারিনী,,কিন্তু বাস্তব অর্থে ১৯ দিনে আমরা একটু না অনেকটা মিশুক হয়,,এবং নিজেদের অনেক কথায় শেয়ার করি,,

হাজারো শুকরিয়া আল্লাহ তোমার দরবারে, আমাকে নতুন একটা পাগল এডিম নতুন বছরে উপহার সরুপ দেওয়ার জন্য,,

১৯দিনের বন্ধুত্বর গল্প আর বেশী কিছু নাই বা লেখি,নজর লেগে যেতে পারে,কারো তাই এখানেই সমাপ্ত করলাম?


Salma Akter

105 Blog posts

Comments