গাধাকে আটকিয়ে রাখুন

কিছু অভদ্র মানুষে শিকলে বেঁধে রাখা উত্তম

ছবিতে দেখতে পাচ্ছেন একটা গাধা কে! যুদ্ধের ময়দানে একটা সৈনিক,

 

নিজের পিঠে তুলে নিয়েছে,

 

 

কি?

 

ভাবছেন অবলা প্রানীর প্রতি সৈনিকের অগাধ ভালোবাসা?

 

আরে না ভাই?কোনো ভালোবাসা টাসা লুকিয়ে নেই।

 

আসলে এ গাধাটিকে যদি ছেড়ে দেওয়া হয়,, 

 

তাহলে মাটিতে পুতে লুকিয়ে রাখা মাইন গুলোর বিস্ফোরন ঘটিয়ে সবাইকে বিপদে ফেলে দিত।

 

তাই বলা হচ্ছে নিজের চারপাশের গাধা গুলোকে নিয়ন্ত্রণ করুন।

 

নিজে ভাবেন প রিবারের কোনো গাধা ওলট পালট পথে চলে গিয়েছে,,

 

কোনো বেয়াক্কেল যা ইচ্ছে তাই করুন

তাতে আমার কিছু যায় আসে না।

প্রিয় ভাই আপনার চারপাশের গাধাকে নিয়ন্ত্রণ করুন।

 

যেনো আপনি নিজেকে এবং আপনার প্রিয়জনকে নিরাপদে রাখতে পারেন।

 

আর হ্যা জীবনের প্রতিটা পা, প্রতিটা পদক্ষেপ খুব সাবধানে ফেলবেন।

 

কারন বহু মানুষ অপেক্ষায় আছে আপনার একটা ভূল ধরার জন্য,, 

 

যাদের চোখ আপনার হাজার টা গুন গুলোকেও এড়িয়ে যাবে।

 

শুধু মাত্র একটি ভূলের আশায়,,

 

নিজের বোনকে সঠিক পাত্রের কাছে তুলে দেওয়ার জন্য, 

 

আপনি ঠিক যেমন একটি ছেলে চান,,

একবার ভাবুন তো অন্য কারো বোনের জন্য ,, 

 

আপনি তেমন ছেলে হতে পেরেছেন কি না?

 

আপনার স্ত্রীকে সম্মান করুন,,

 

ভেবে দেখুন,

 

শুধুমাত্র.... 

 দু মুঠো ভাতের জন্য কিন্তু সে তার বাবা-মা কে ছেড়ে আসেনি।

 

তার প্রাপ্য সম্মান তার দয়া নয়।

 

তার একমাত্র অধিকার ""

 

তবে হ্যা কাউকে বেশি ভালোবাসলে তার অহংকার বেড়ে যায়।

 

 

ওই যে কথায় আছে না[লেবু বেশী চিপলে তিতা হয়ে যায়]

 

তাই পরিমাণ লবনের মত ভালোবাসাও পরিমান মত প্রয়োজন।

 

যে ভালোবাসা না থাকলে জীবন বিস্বাদ আর বেশি হয়ে গেলে অহংকার। 

 

জীবনে সুখী হতে চান?

 

একবাক্যে বলি,,, তাহলে কখনও কারো ক্ষতি করবেন না।

 

খেয়াল রাখবেন আপনার দ্বারা কারো উপকার হোক বা না হোক,,

 

জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত খুবই সর্তকতার সাথে পা ফেলবেন,, 

 

যেন আপনার দ্বারা কারো কোনো ক্ষতি না হয়।


Salma Akter

233 Blog posts

Comments