সময় থাকতে সময়ে মূল্য দিতে হয়
সময় এমন একটা জিনিস যে সে কারো জন্য অপেক্ষা করে না।কারো জন্য সে থমকে থাকে না। কারো টাকা পয়সা ধনদৌলত সে দেখে না,
সে অতিবাহিত হয় তার ইচ্ছেয় আর সময় মতো সে অতিবাহিত হতে থাকে।
সময় তার সেকেন্ড মিনিট ঘন্টা কে সাথে নিয়ে আবিরাম চলতেই থাকে।
দেখো তুমি ছোট থেকে বড় হও তোমার সময় কিন্তু থেমে থাকে না,সময় মতোই সে তার সময় পরিবর্তন করে।
সময়ের সাথে তাল মিলিয়ে মানুষ পৃথিবীতে আসে আবার সময় কে রেখে সে মৃত্যুকে বরন করে নেই।
তবুও সময় তার মৃত্যুর জন্য থমকে যায় না তাল মিলিয়ে তার গতিতে চলতে থাকে।
কতশত নবী রসুল গন আসলো মানুষ কুল আসলো তবুও সময় একটুর জন্য তার গতি থামায়নি।
আল্লাহ তা'আলা সময়কে কিভাবে পৃথিবীর গতি নির্ধারন করতে বলেছে যে সে সব সময় চলতেই থাকে।
পৃথিবীর সৃষ্টির শুরু থেকে সময় পৃথিবীকে আগড়ে ধরে আছে।
সময় মত কোনো কাজ না করলে অসময়ে গিয়ে তার জন্য হেনস্তা হতে হয়
সময় তোমাকে তোমার গন্তব্য তখনই নিবে যখন তুমি সময় কে মূল্য দিবে
আমরা অলসটাকে ঘিরে সময়কে মূল্য দেয় না আর সময় ফুরিয়ে গেলে আফসোস করি
আমরা বোকা জাতিআমরা বোকা জাতি
আমরা সবাই সময় থাকতে সময়ের মূল্য দিতে শিখবো ইনশাআল্লাহ।