মূলত বেআইনি কর্মকাণ্ড, পাচার ও চোরাচালানসহ অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ডে নারীদের যুক্ত থাকার খবর পেয়েই তা ঠেকাতে এই পদক্ষেপ নেয়া হয়েছে। বিএসএফের কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম মিন্ট।
মূলত, সীমান্তের হরিদাসপুর-জয়ন্তীপুর বর্ডার ভারত-বাংলাদেশ সীমান্ত শুরুর পয়েন্ট। সীমান্তের ওই পাশে একটি গ্রাম আছে, যেটি আংশিকভাবে ভারতের অন্তর্গত। বিএসএফের সন্দেহ, ওই গ্রামে বসবাসকারী ৫৬ জন নারী বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত। তারা প্রায়ই উভয় দেশে ভ্রমণ করেন। তাই এসব নারীকে তল্লাশি ও আরও সতর্কতার জন্য বাংলাদেশ-ভারত সীমান্তের হরিদাসপুর-জয়ন্তীপুর বর্ডার ফাঁড়িতে ৩৬ জন নারী কনস্টেবল নিয়োগ দেয়া হয়েছে।