আমি জানি না এ ভিডিও টি তুমি কখন দেখছো।
হতে পারে ২০২৪ কিংবা ২০২৪ শেষ শেষ আবার হতে পারে ২০২৫ সাল
জানুয়ারি ফ্রেবুয়ারি দিন যায় মাস যায় কিন্তু তুমি পরিবর্তন হও না।তোমার সময় পরিবর্তন হয় না।
বছর শেষ হয়ে নতুন বছর আসবে এটায় স্বাভাবিক।
আমি জানি না তোমার গত বছর কেমন কেটে ছিলো। কিভাবে দিন পার করেছো?
আমি তোমাকে বলছি ৬ মাসের জন্য তুমি উধাও হয়ে যাও,
যে লক্ষ্যে তুমি ৫ বছরে পৌছাতে চাও,তা তুমি ৬ মাসেই অর্জন করে ফেলবে।
তুমি নিজেই দেখবে তোমার মাঝে ভয়ংকর পরিবর্তন চলে আসবে।
বিশ্বাস হচ্ছে না?
আজকের তারিখ টি তুমি নোট করে নেও।
(২/১০/২৪)
ছয় মাসের জন্য উধাও হয়ে যাও,,
সামনে আসতে চলেছে ৬ মাসের জন্য ভূলে যাও।
তোমার দুনিয়াতে বন্ধু আছে। বিশ্বাস করো কেউ কথাও যাবে না তোমাকে ছেড়ে।
ছয় মাসের জন্য দরজা বন্ধ করে দাও।
দূরে চলে যাও সব মায়া থেকে।
মানে এই ৬ মাস তোমাকে দুনিয়ার মানুষদের থেকে উধাও হতে হবে।থেকেও না থাকার মত থাকতে হবে।
নিজেকে লকডাউন করতে হবে যে ভাবে করোনা চলা কালীন মানুষ লকডাউন হয়ে ছিলো কেউ কারো কাছে যায়নি তেমন।
এমন ভাবে উধাও হতে হবে যেখানে তুমি তোমার মাইন্ড,বডি,আর তোমার লক্ষ্য, তোমার উদ্দেশ্য তোমার জীবন থাকবে।
কি ভাবছো?
৬মাস এতো বেশি সময়।
শুনো বনু @Surovi এটা শুনতে হয়তো অনেক বড় লাগছে.
কিন্তু এটাও তো চিন্তা করো এটা তোমার জীবন।
এটা তুমি তোমার জীবন আর স্বপ্নের জন্য করছে।
তোমার এই উধাও হওয়ার পিছে যেইই আসুক যত ধরনের মানুষ আসুক।
যে যে ভাবেই বুঝাক তুমি তোমার লক্ষ্যে থেকে একচিল ও নড়েচড়া করবে না।
সব সময় মনে রাখবে সময় কারো জন্য থেমে থাকে না।তোমার যাওয়া না যাওয়া নিয়ে কিছু যায় আসবে না।
মনে রেখো এ ৬ মাস তুমি যত মানুষের সাথে মিশবে ততই খারাপ হয়ে যাবে।
তাই সব আনন্দের গ্রুপ থেকে বের হয়ে আসো।
অপ্রয়োজনীয় মানুষ এড়িয়ে চলো।
আর যারা টাইম ওয়েস্ট করে তাদের জীবন থেকে বল্ক করে দাও।
ফেসবুক ইনর্ন্টাগ্রাম টুইটার থেকে বের হয়ে এসো।
এসবের মাঝে মেসেজ টাইম পড়ে সময় কে নষ্ট করো না।
এ ৬ মাস স্বার্থপর হয়ে যাও নিজের মত করে জীবন গোছানোর জন্য।
তুমি সব সময় মনে রেখো খালি পেট আর পয়সা সব সময় আওয়াজ করে বেশি,
কেউ কিছু বললো আর তুমি না নিয়ে হন্য হয়ে ফেসবুক টুইটারে পোস্টের পর পোস্টের বন্যা বয়েই দিচ্ছো বিছানায় শুয়ে। অন্যেকে দেখানোর জন্য হাজারো পোস্ট করছো,
এসব করা বন্ধ করো।
ফেসবুকের ফাদ থেকে বের হয়ে আসো,,,মানুষের সাথে তর্ক করা বন্ধ করো।
সবাইকে নিজের কথা বলতে যেও না।
জীবন হচ্ছে তোমার জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ অধ্যায়।
সবাইকে নিজের জীবনে ডুকতে দিও না।
কখনো ভেবেছো তোমার মোটিভেশন,কেনো সব সময় ঠান্ডা হয়ে যায়।
কারন তুমি এমন মানুষদের সাথে বসবাস করা যে তারা তোমার সব এনার্জি চোষে নিয়ে যায় আর তোমাকে খালি খোসা বানিয়ে রাখে।
তাই এসব বন্ধুত্ব থেকে বের হয়ে আসো।
মানুষকে নিয়ে সমোলচনা করা মানুষকে নিয়ে চিন্তা করা ছেড়ে দাও।
।ভাবো একবার তুমি না থাকলে কিন্তু দুনিয়া থেমে থাকবে না,,,,
তোমার মত অনেকেই দুনিয়া ছেড়েছে তবুই কিন্তু সব সচল ভাবে চলছে।
মরা যাওয়া মানুষকে ভূলতে মানুষের বেশিদিন সময় লাগে না।
তাই কে কি বলছে কে কি ভাবছে,,এসব ভাবনা ছেড়ে দাও।
এই যে ইদানীং তোমার রাগ হচ্ছে মেজাজ খিটখিটে হচ্ছে এনার্জি হারিয়ে যাচ্ছে।
তাহলে একটা নোট প্যাড নেও আর লেখতে শুরু করো কিভাবে তোমার দিন যাচ্ছে কেনো তোমার রাগ হচ্ছে কার জন্য হচ্ছে কি কারনে হচ্ছে।
https://youtu.be/utE3i5eZjfk?si=JXoCxNDsDvb20uTg