বিচার দিবস

পৃথিবীর মানুষ কে একদিন মিজানের পাল্লায় দাড়াতে হবে সেখানে ধনী গরিবের ভেদাভেদ না।আসল সম্পদ তো আমল নামা।

বিচার দিবস শুরু হয়ে গেছে

 

আপনি চলে যাচ্ছেন কোনো এক গন্তব্যে,

 

সংখ্য মানুষ জ্বীন ও পশুপাখিরাও ছুটছে,

 

উৎতপ্ত গরম আর সূর্য টাও জেনো কাছে চলে এসেছে।

 

কতদূর ছুটাছুটি করেছেন আপনি নিজেও জানেন না।।

 

অবশেষে সবার ছুটাছটি থেমেছে

 

সারি বদ্ধভাবে দাড়ায়,,,এতো ছুটাছুটির পড়েও সবাই নিষিদ্ধ দল বিভক্ত হয়ে দাড়িয়েছে।

 

একদল লোক দূরে দাড়িয়ে ছিলো

 

সূর্যের তাপে তাদের শরীর থেকে অনবর্রত গাম জড়তে ছিলো।

সে গাম জমা হতে হতে তাদের টাকনু পর্যন্ত তলিয়ে যাচ্ছিলো

 

তাদের থেকে আরেকটু দূরে আরেক দল আরো বেশি গামছিলো

 

তাদের গাম এতো পরিমান ঝরছিলো যে তাদের গামে তাদের হাটু পর্যন্ত ডুবে ছিলো।

 

এ গামে ডুবে থাকার পরিমান আস্তে আস্তে বাড়তে ছিলো।

 

এভাবে কেউ কোমর মাঝা পেট বুক গলা আবার কেউ কেউ সম্পন্ন ডুবে ছিলো।

হযরত মোহাম্মদ সাঃ এর সব সত্য কথার মাঝে এ কথাও সত্য প্রমানিত হলো,যে হাসরের ময়দানে মানুষ তার পাপের কর্মফল অনুযায়ী গামতে থাকবে।এবং এক-এক জনের পাপের কর্মফল একএক রকম হবে।

 

আরেক দল দেখতে পারবেন একদল নিশ্বপাপ শিশু কিন্তু তাদের চুল গুলো পেকে গিয়ে ছিলো তারা শৈশবে মৃত্যু বরন করেছিলো বিচার দিবসে তাদের ভয় পাওয়ার কোনো কারন নেই,

 

কিন্তু আসেপাশের মানুষ জাতির শাস্তি দেখে তারা এতোটায় উদ্ধৃভিগ্ন হয়ে গেছিলো যে যার ফলে তাদের মাথার চুল সাদা হয়ে গেছে,

হাসরের দিন সব মানুষ উলঙ্গ হয়ে থাকবে। পেটে দানাপানি নেই।পায়ে জুতো নেই,

এ হাশরের দিন আমি তুমি আমরা সবাই দাড়াবো পালানোর কোনো সুযোগ থাকবে না,

 

যে যেমন কর্ম করেছে তার ফল সে সেরকম পাবে।

কোনো ঘুষ চলবে না কোনো ধনী গরিব দেখা হবে না সবাই বিচারের কাঠ গড়ায় সমান ভাবে দাড়াবে।

https://youtu.be/xTerE-IvCGw?si=4xoCfzQdr5hFkgFv


Salma Akter

233 Blog posts

Comments