হযরত মোহাম্মদ সাঃ বলেছেন।
তোমরা কখনো উচু স্তরের লোকদের দিকে তাকাবে না।
যার উচু বাড়ি বাড়ি,তোমার থেকে বড় গাড়ি আছে।
তোমার থেকে তাদের আয়রোজগার বেশি।তোমার থেকে তাদের সম্পদ বেশি
বরং তোমার থেকে নিম্নবিত্ত যারা তাদের দিকে চোখ দেও তাদের দিকে তাকাও,
কারন আল্লাহ এক এক জন তার নির্দিষ্ট যায়গায় রেখেছে।
চারিপাশে তাকালে দেখবেন কারো হাত নেই পা নেই কারো চোখ অন্ধ কেউ বোবা কেউ প্রতিবন্ধী,, কেউ দেখবে সবল শরীর কিন্তু বুদ্ধি নেই বোকা,
তাদের মধ্যে আপনি পড়েন না,,আলহামদুলিল্লাহ আপন স্বাভাবিক আছেন।
আপনর শরীরের কোনো কিছি কমতি নেই।
আলহামদুলিল্লাহ আপন নিজেকে নিয়ে শুকরিয়া আদায় করেন।
তেমনই আপন সবার আবির্জাত বাড়ি গাড়ি ধনদৌলত না দেখে।যাদের বাড়ি গাড়ি নেই নিম্ন ভাবে চলা ফেরা করে তারা ও তো আপনর যায়জায় থাকতে পারতো কিংবা আপন ওদের যায় গায় থাকতে পারবেন।
এসব কিছু যখন আপনি প্রতিলব্ধি করতে পারবেন
আল্লাহ তা'আলা তখনই আপনার কাছে সন্তুষ্ট ও আপনাকে এতো নেয়ামত দিবেন যে আপন শুকরিয়া আদায় করে শেষ করতে পারবেন না।
আমিন
https://www.facebook.com/reel/1246816380074684?mibextid=NTRm0r7WZyOdZZsz