৫/১০/২৪ আজকের টপিক I/V স্যালাইন/ ফ্লুইড।

I/V স্যালাইম ফ্লুইড নিয়ে আলোচনা পূবক বিষয়।

Date: 5-10-24

 

Ilv স্যালাইন / ফ্লুইড

 

①cholena saline (11)

 

Inf. Normal saline /N/s 0.9%%

 

③DNS 5%

 

DA 5%/DA 10%

 

Inf. Hartmans solution /H/S

 

দিম মানব দেহের শিকার মধ্যে যে সকল মেডিসিন দেওয়া হয় তাকে Infusion Inf c/s বলে।

 

মি বড়দের ক্ষেত্রে প্রতি ১ মিনিটে ৩০ ফোটা করে স্যালাইন দেওয়া যাবে ৬/৮ ঘণ্টার মতো যাবে একটি স্যালাইন।

 

বাচ্চাদের ক্ষেত্রে প্রতি ১ মিনিটে ১৫ ফোটা করে দেওয়া যাবে। দলো প্রেশার রোগীর জন্য Running বা সরাসরি স্যালাইন পুশ করতে হবে।

 

①cholena saline:- বড়দের জন্য 11 দিতে হবে

 

এবং বাচ্চাদের জন্য 500 mi দিতে হবে।

 

② Inf. Normal saline:- মূলত এটি ডায়াবেটিস রোগীরা দিতে পারবে।

 

③ DNS 50%0% - মে সকল রোগীর প্রেশার কম,

 

পানি শূণ্যতা আছে, শরীর দূর্বল হয় তাদের Inf. Norma 1 Saline দেওয়া যাবে।

 

1x8=8 2x8=16 3xo-

 

1x9=9 2x9-18 3x9=27 4x9=36 5x9=456x9=547

Cholena salime /oIuf Normal saline ar পাওয়া গেলে তখন DNS 5% রোগীকে দেওয়া যাবে।

 

ডায়াবেটিস রোগীকে দেওয়া যাবে না।

 

সে সব স্যালাইনের প্রথমে D লিখা থাকবে সে সবস্যালাইন ভায়াবেটিস রোগীকে দেওয়া যাবে না।

 

ডায়াবেটিস রোগীর ঘদি প্রেশার কমে যায়, তখন সে রোগীকে Inf. Normal Saline দিতে হবে।

 

হাত পা Injectiont ঝিম ঝিম করলে Vitamin -B InJ DNS দিতে হবে।

 

পানি, লবন, চিনি, প্রোটিন, আমিষের অভাব পূরণ করতে Haratmans solution দিতে হবে এবং রোগীর রক্তক্ষরণ হলেও রোগীকে দেওয়া যাবে।


Salma Akter

233 Blog posts

Comments