৫/১০/২০২৪ আজকের টপিক " Polymenorrhea এর চিকিৎসা "

Polymenorrhea এর চিকিৎসা বিষয় নিয়ে আলোচনা সাপেক্ষে তুলে ধরা হলো।

Polymenorrhea এর চিকিৎসা ০২৪

 

Date:5-10-24

 

* জরায়ু থেকে প্রতি মাসে ২ বা তার বেশি সময় মাসিক হওয়া কে Polymenorrhea নলে।

 

* কারণ:-গজরায়ুতে টিউমার/পলিপ। ③ ডিম্বাশয়, ডিম্বনালীর সমস্যা।

 

অনিয়মিত Pil খাওয়া। ও মানসিক চিন্তা, উদ্বেগ।

 

*Pil খাওয়ার নিয়মঃ- মাসিকের ১ম দিন থেকে ২১ দিন Pil খাবে।

 

Post Pituitarry তে যদি কোন সমস্যা থাকো (Anterior=সামনে, Posteriorপেছনে, Superior=উপজে Inferiorr=নিচে) Estrogen হরমোন ছাড়ে ডিম তৈরীর প্রক্রিয়া Ovulation

Date

 

*Rx,, Tab Normens (5 mg)

 

জেনেরিক Name:- Norethisteron (১+১+১) ২১ দিন,, ৭ দিন খাওয়া বন্ধ মাসিকের ২য় দিন থেকে (১+১+১৯-২১ দিন পরে ৭ দিন বন্ধ। এভাবে ৩ মাস খাবে।

 

* Pil খেলে শুধ রাতে ২টি খাবে।


Salma Akter

233 Blog posts

Comments