পথের ধারে অবহেলার মুখ, নাম না জানা বুনো ফুলের তোড়া। তবে বুনো ফুল ভারি মুখে নয় মিষ্টি হাসি দিয়ে পথচারীদের মন কেড়ে নেয়।
পথের ধারে ফুলের সাজে মুগ্ধ প্রকৃতিপ্রেমীরা। যারা মনের বসন্তে ভালোবাসায় উঁকি দিয়েছিলেন তারা অনেকেই এই ফুলের পরিচয় খুঁজে পেয়েছেন। নার্সারিতে বা বাড়ির টবে নয়, গাছে। শোভাময় মুগ্ধতা ছড়িয়ে পড়ে এবং প্রকৃতি প্রেমীদের আকর্ষণ করে। ঝাঁকে ঝাঁকে মৌমাছিরা মনে হয় রস আহরণে ব্যস্ত। পাখিরা মনের আনন্দে ফুলের রস পান করে এক গাছ থেকে অন্য গাছে উঁকি মেরে সময় কাটায়।
আজকাল শৌখিন নগরবাসী ছোট টবে পছন্দের ফুল তৈরি করতে প্রচুর কাঠ খড় পুড়িয়ে ফেলেন। তবে প্রিয় ফুলের এই তালিকায় রয়েছে বিখ্যাত সব দামি ‘ব্র্যান্ড’ ফুল। যেমন দুর্লভ, তেমনই কদর- নাইট কুইন, আরও কিছু টিউলিপ! ‘ব্র্যান্ড’ ফুল লাগানোর এই ব্যস্ততার মধ্যেও ‘ঘর থেকে মাত্র দুই হাত দূরে’ দেখার সুযোগ হয় না অনেকেরই।
আজকাল ওষুধ শিল্পের আগ্রাসনে ভেষজ ওষুধ বিলুপ্তির কথা কেউ জানে না। এবং ফুল বিক্রেতাদের দৃষ্টিতে, এটি আসলে রাস্তার পাশে পরিত্যক্ত ঢালে জন্মানো আগাছা।