কোটা আন্দোলন সেলামি ?

আসলেই কি যারা আন্দোলন করেছে তাদেরকে সেলামি হিসেবে 5000 করে টাকা দেওয়া হচ্ছে।আসুন জেনে নিই?

বর্তমানে আমরা বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি যে,যারা কোটা আন্দোলন করেছে তাদেরকে নাকি ৫০০০ করে টাকা দেওয়া হচ্ছে। কথাটা আজও যৌতিক।কথাটি মিথ্যা। এর কোন প্রমাণ পাওয়া যায়নি। কিভাবে বুঝবে যে কারা কোটা আন্দোলনে অংশগ্রহণ করেছিল।সকল স্টুডেন্টরাই তো আর কোটা আন্দোলনে যোগদান করেনি।তাই এটা একদম পুরোপুরি মিথ্যা নিউজ। আমাদের দেশের কিছু অসাধু লোক বিভিন্ন মাধ্যমে মানুষের টাকা হাতিয়ে নেওয়ার জন্য বিকাশ নগদ রকেট নাম্বার করে। আপনেরা এসব অসাধু ব্যক্তির চক্রে  পড়বেন না। কোথাও নিজের বিকাশ নাম্বার দেবেন না। এতে আপনার প্রাইভেসি লম্বন হবে। 

ধন্যবাদ ??


Badhon Rahman

177 Blog posts

Comments