হযরত মোহাম্মদ সাঃ বলেছেন
যখন সকাল হবে তখন দেখবে মোরগ ডেকে ওঠে
হযরত মোহাম্মদ সাঃ প্রশ্ন করেছেন মোরগ কেনো ডেকে ওঠে তোমরা কি তা জানো?
সাহাবি ইকরাম রা উওর দিলেন এটা আল্লাহ ও তার রাসূল ভালো জানেন।
হযরত মোহাম্মদ সাঃ বলছেন
এ মোরগ আল্লাহ পাকের রহমতের ফেরেশতাদের দেখতে পারে(সুবহানাল্লাহ)।
তাই তখন তোমরা এ দোয়া টি পার্ট করো
(আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মীন ফাদলিক) দোয়াটি সকাল বেলা পার্ট করবেন।
আমরা আমাদের চোখ দিয়ে ফেরেশতা দেখতে পাচ্ছি না।
কিন্তু আমাদের জানান দিচ্ছে মোরগ।
এসব কিছুর উছিলা তো আল্লাহ করে দিয়েছন।
আবার আমাদের দেহে রয়েছে আত্না বা রুহ।
হযরত মোহাম্মদ সাঃ প্রশ্ন করা হয়েছে।।
তারা তোমাকে রুহ বা আত্না সম্পকে জিজ্ঞেস করে।
তাদের বলে দেও রুহ বা আত্না তোমার রবের আদেশ মাত্র
আর এ রুহ সম্পকে তোমাদের বেশি জ্ঞান দেওয়া হয়নি।
আমরা যখন ঘুমায় আমাদের দেহ থেকে আত্না প্রস্থান করে সাময়িক ভাবে।আমরা কিন্তু আত্না দেখতে পাইনা,
https://youtu.be/bG2rXX4XGSM?si=aogVR5vpG4lczz7u