সৃষ্টির সেরা তুমি গজল

এ গজল টি আমার আম্মু ছোট বেলায় আমাকে শুনিয়ে ঘুম পারায় তো/

প্রিয় নবীকে নিয়ে গজল

 

 

 সেরা তুমি,এ বুকের রত্ন তুমি, তুমি যে মদিনারই বুলবুল তোমাকে চিনতে করিনি ভূল ও রাসূল তোমাকে চিনতে করিনি ভূল,

উন্মতের লাগি তুমি কত না কেঁদেছো উম্মতের ময়দানে কত রক্ত ঝড়াছো।

তাহারা তোমার পাগল,তোমাকে চিনতে করিনি ভূল ও রাসূল তোমাকে চিনতে করিনি ভূল। 

 

নিজে না খেয়ে তুমি উম্মতরে খাওয়ার খুদার জ্বাতনায় পেটে পাথর বেধেছো।

খুদার তারনায় পেটে পাথর বেধেছো।

তাহারা তোমার পাগল, তোমাকে চিনতে করিনি ভূল ও রাসূল।

 

সৃষ্টির সেরা তুমি এ বুকের রত্ন তুমি, 

তুমি যে মদিনারই বুলবুল তোমাকে চিনতে করিনি ভূল ও রাসূল।

https://youtu.be/nNEaRM4NcrI?si=zhHbS4z-DUfoHzkR


Salma Akter

233 Blog posts

Comments