আপনারা কি ভাবছেন,এই নানা ভাই বুঝি আমার মায়ের বাবা?
না এ নানা ভাই আমার প্রান প্রিয় স্বামী মহাশয়
যাকে আমি ভালোবেসে নানা ভাই বলে ডাকি।
প্রথমত আমি তাকে কঙ্কাল বলে ডাকতাম,
ও যেদিন প্রথম আমাকে দেখতে আসে এতো সুন্দর শুকনা কঙ্কালের মত দেখতে লাগছিলো তাই আমি ওরে কঙ্কাল বলে ডাকি,
সে ও আমার এ নামের ডাকে সারা দেই আমি মাঝে মধ্যে বাবুর আব্বু শুনছন বলেও ডাকি।
কিন্তু দূভাগ্য আমাদের কোনো বেবি নেই।
তাই কঙ্কালই বলে ডাকি।
আর আমি ছোট বেলায় কঙ্কাল নাম শুনলেই ভয় পেতাম,
আমাদের বাড়ির পাশে বলতে জামগড়ায় ফ্যান্টাসি কিংডম নামে একটা রির্সোট আছে তার গেটের সামনে দুইটা পুতুল ছিলো
আর ছোট বেলায় ঝার বাতি দিতো সন্ধ্যায় আর আমি ওই দুটোকে কঙ্কাল ভাবতাম আম্মু ও আমাকে ওই দুটো দেখায় ভয় দেখায় খাবার খাওয়াই তো।
বললেও হতে কঙ্কাল আম্মুর আচলের তলে লুকায়তাম।
তারপর বিয়ের পর নিজের স্বামীকে কঙ্কাল,,
বলতাম পড়ে ভাবলাম জীবন্ত মানুষকে কঙ্কাল বলাটা যদি গুনাহ হয়।
তওবা করে নিলাম আর কঙ্কাল বলি না।
কিন্ত কি বলবো ওগো শুনছো এসব বলতে আমার ভালো লাগে না।
তাই ভাবলাম নানা ভাই বলি।
নানা ভাই বলে নাকি ডাকা যায়।তারপর থেকে ৩ বছর ধরে তাকে আমি নানা ভাই বলে ডাকি
আমার প্রিয় নানা ভাই,।আমার কেয়ার করার জন্য ও একায় অনেক কিছু।
আলহামদুলিল্লাহ,
আমাদের সুখের সংসারে যেনো কারো নজর না লাগে
আমিন, আমিন, সু্ম্মা আমিন।