হঠাৎ করেই বিয়ের সানাই বেজে উঠল! বুঝতেই পারলাম না কিভাবে হয়ে গেলো সব কিছু।
সকাল থেকেই তরিঘরি দেখতে আসবে তাই।কিন্তু দেখতে এসেই যে বিয়ে করে ফেলবে বেটা সেটা বুঝে ছিলো না আমার। ১২টায় দেখতে এসে ২ টায় সিদ্ধান্ত নিলো সে নাকি সেদিনই বিয়ে করবে। আমার পরিবার ও অমত করলো না তারাও রাজি ছিলো। আমারও ছেলেকে পছন্দ হলো তাই আমিও রাজি হয়ে গেলাম। অল্প কিছু আয়োজনেই এশার নামাজের পারেই দুই পরিবার মিলে বিয়ের কাজ সেরে ফেলল।