গর্ভবতী নারীরা এড়িয়ে চলুন

কিছু কিছু জিনিস গর্ভবতী মায়েদের এড়িয়ে চলতে হবে।

গর্ভবতী নারীরা এড়িয়ে চলুন:

 

গাইনী বিশেষজ্ঞের পরামর্শ ছাড়া কোন প্রকার ঔষধ গ্রহণ

 

অতিরিক্ত পরিশ্রম অথবা বেশি ভারী কাজ গর্ভধারণের প্রথম ৩ মাস এবং শেষ ২ মাস স্বামী সহবাস

 

উঁচু-নিচু রাস্তায় ভ্রমণ উঁচু জুতা/সেন্ডেল ব্যবহার

 

আঁটসাঁট/চাপা পোশাক পরিধান।

 

গর্ভবতী নারীরা সতর্ক থাকুন :

 

অতিরিক্ত বমি হলে, অতিমাত্রায় জ্বর এলে, রক্তস্রাব হলে, দুর্গন্ধযুক্ত স্রাব হলে, প্রস্রাব কমে গেলে, মাথা ব্যথা হলে, চোখে ঝাপসা দেখলে, খিঁচুনি হলে, পায়ের পাতায় অতিরিক্ত পানি জমা হলে, বাচ্চার নড়াচড়া কমে গেলে অথবা একেবারে বন্ধ হয়ে গেলে এবং প্রসব বেদনা ১২ ঘন্টার বেশি হলে।

গর্ভবতী নারীর টিকা:

 

ধনুষ্টংকার (টিটেনাস): ২টি

 

গাইনী রোগীরা সতর্ক থাকুন:

 

অতিরিক্ত ঋতুস্রাব হলে, অনিয়মিত ঋতুস্রাব হলে, ১৬ বছরের মধ্যে ঋতুচক্র শুরুনা হলে, বিয়ের এক বছরের মধ্যে সন্তান জন্মদানে সক্ষম না হলে, তলপেটে কোন রকম পিশু বা চাকার অস্তিত্ব অনুভব করলে, জয়ায়ু শরীরের বাইরে দেখা গেলে এবং দুর্গন্ধযুক্ত সাদা স্রাব হলে। স্বামী সহবাশের পর রক্ত স্রাব হলে।

 

উপরিউক্ত উপসর্গ দেখা দিলে জরুরী ভিত্তিতে


Salma Akter

105 Blog posts

Comments