জানিস আমার খুব সখ হয় আমাকে কেউ একটা
খোলা চিঠি দিত,
মুক্ত বাতাসে সাদা পায়রার পাখায় মেলে
অজানা ঠিকানা থেকে একটা চিঠি আসতো।
আমি অধীর আগ্রহে চিঠি খানা পড়তাম,
চিঠিতে লেখা থাকতো,
তোমার চোখের চাহনি তোমার ঠোঁটের লিপস্টিক তোমার ঝুমকো কানের দুল খোপায় গুজা গাজরা
সব মিলিয়ে তুমি তো ডানা কাটা পরি
আরো কত শত ছন্দ দিয়ে লেখা হতো সে চিঠি।
কত কাব্য রচিত থাকিত আমাকে দেওয়া খোলা চিঠির পাতায়
একটা ময়ুরের পালক দিয়ে আমাকে বলা হয় ময়ূর পঙ্খীর রানী
তোমায় নিয়ে স্বপ্নে দিবো পারি
প্রিয় অজানা মায়াবি নারী।